এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৩, ০৪:১০ পিএম
একই ফ্রেমে শাকিব ও শুভ
দেশের চলচ্চিত্রে দীর্ঘ ২৪ বছর ধরে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন ঢালিউড কিং খ্যাত অভিনেতা শাকিব খান। বর্তমান ইন্ডাস্ট্রিতে তার পরেই যার অবস্থান, তিনি হচ্ছেন আরিফিন শুভ। এবার এই দুই তারকাকে দেখা গেলো এক ফ্রেমে। যদিও এটা কোনো সিনেমার জন্য নয়। এটি শুধু একটি স্থিরচিত্র।
মঙ্গলবার (২৪ অক্টোবর) হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন শাকিব ও শুভ। সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন শাকিব খান। ওই পোস্টে অভিনেতা লেখেন, ‘দরদ’ সিনেমার শুটিংয়ে যাচ্ছি ইন্ডিয়া। ঢাকা এয়ারপোর্টে হঠাৎ দেখা আরিফিন শুভর সঙ্গে। তার গন্তব্য ‘মুজিব; একটি জাতির রূপকার’ সিনেমার ভারতে মুক্তি। লাউঞ্জ গল্পে উঠে এলো মুজিব সিনেমা নিয়ে তার স্ট্রাগল, তার ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়। শোনালো স্বপ্নের কথাও। ওর চোখে চকচক করছিল উচ্ছ্বাস। আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত শুভ। অনেক শুভকামনা।’
শাকিব খান সম্প্রতি যুক্ত হয়েছেন প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’-এ। এরইমধ্যে ছবিটির পরিচালকসহ কলাকুশলীরা সেখানে কাজ শুরু করে দিয়েছেন। এর শুটিংয়ে অংশ নিতে আরো আগেই ভারতে যাওয়ার কথা ছিলো শাকিবের। কিন্তু ভিসা জটিলতায় আটকে পড়েন তিনি। জটিলতা কাটিয়ে মঙ্গলবার সকালেই ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
এদিকে দেশের পর এবার ভারতে মুক্তি পেতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। ছবিতে নাম ভূমিকায় রয়েছেন আরিফিন শুভ। ছবির প্রচারণায় ভারত যাচ্ছেন তিনি।