ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

সিরিয়ায় সামরিক অবকাঠামোতে ইসরায়েলি হামলা, ৮ সেনা নিহত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৩, ০৪:১০ পিএম

সিরিয়ায় সামরিক অবকাঠামোতে ইসরায়েলি হামলা, ৮ সেনা নিহত

সিরিয়ায় সামরিক অবকাঠামোতে ইসরায়েলি হামলা, ৮ সেনা নিহত

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার দক্ষিণ-পশ্চিম অবকাঠামো সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো ইসরায়েলের হামলায় আট সেনা নিহত এবং সাতজন আহত হয়েছেন বলে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে। বুধবার স্থানীয় সময় গভীর রাত ১টা ৪৫ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। 

সিরিয়া থেকে ছোঁড়া দুটি রকেট গোলান হাইটে আঘাত করার পর ইসরায়েল পাল্টা আঘাত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাও এই ইসরায়েলি হামলার ঘটনাটি নিশ্চিত করে।  

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, এর আগে ইসরায়েলি সেনাবাহিনী বুধবার ভোরে জানায়, তাদের যুদ্ধবিমানগুলো সিরিয়ার সেনাবাহিনীর অবকাঠামো এবং মর্টার লঞ্চারগুলোতে হামলা চালিয়েছে। তাদের দাবি, মঙ্গলবার সিরিয়া থেকে ইসরায়েলের দিকে গোলাবর্ষণের জবাবে এই হামলা চালানো হয়েছে।

গত রোববার সিরিয়ার দামেস্ক ও আলেপ্পোর প্রধান দুই আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলা চালায় হামাসের সঙ্গে যুদ্ধে লিপ্ত ইসরায়েল। এতে দামেস্ক বিমানবন্দরের অন্তত দুই কর্মী নিহত হন। এছাড়া ইসরায়েলি হামলায় উভয় বিমানবন্দরের ক্ষয়ক্ষতি হয় বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছিলেন। সেই হামলায় নিহত দুজনই বিমানবন্দরে আবহাওয়া বিভাগের অফিসে কর্মরত ছিলেন। এছাড়া রোববারের সেই হামলার পর উভয় বিমানবন্দরে বিমানের উড্ডয়ন ও অবতরণ বন্ধ করে দেওয়া হয়।

গত ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ার দামেস্ক এবং আলেপ্পো বিমানবন্দরে এটি ছিল ইসরায়েলি বাহিনী দ্বিতীয় কোনও হামলা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি