ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় রাতারাতি ১১০ ফিলিস্তিনি নিহত


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৩, ০৭:১০ পিএম

গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় রাতারাতি ১১০ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় রাতারাতি ১১০ ফিলিস্তিনি নিহত

গাজার বিরুদ্ধে আক্রমণের ১৮তম দিন উপলক্ষে গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে রাতারাতি ইসরায়েলি হামলায় নারী ও শিশু সহ কমপক্ষে ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আল-আকসা স্যাটেলাইট চ্যানেল টেলিগ্রামে জানিয়েছে- ইসরায়েলি যুদ্ধবিমান সারা রাত গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে।

গোষ্ঠীটি এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, "২৩শে অক্টোবর সন্ধ্যায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় শিশু ও নারীসহ ১১০ জনের মৃত্যু হয়েছে।
বিবৃতি অনুসারে, দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ এবং খান ইউনুসে আবাসিক কাঠামোতে হামলায় ৫৭ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।

মধ্য গাজা স্ট্রিপের নুসাইরাত ক্যাম্পের পশ্চিমে আল-আকসা শহীদ হাসপাতাল সংলগ্ন বাড়ি এবং "প্রিজনার্স টাওয়ার"-এর অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলার ফলেও মৃত্যু ও আহত হয়।

উত্তর গাজা উপত্যকায় জাবালিয়া শরণার্থী বসতিতে ইসরায়েলি বিমান হামলার পর তাদেরও খবর পাওয়া গেছে।