ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

 নিজেকে বিয়ে! হিন্দুধর্মে এসব চলে না, গুজরাতের সেই তরুণীর উপর চটেছেন বিজেপি নেত্রী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ জুন, ২০২২, ০১:০৬ পিএম

 নিজেকে বিয়ে! হিন্দুধর্মে এসব চলে না, গুজরাতের সেই তরুণীর উপর চটেছেন বিজেপি নেত্রী

 নিজেকে বিয়ে! হিন্দুধর্মে এসব চলে না, গুজরাতের সেই তরুণীর উপর চটেছেন বিজেপি নেত্রী

 তিনি নিজগামী। নিজেকেই বিয়ে করতে চান (Self Marriage)। সমাজকে দেখিয়ে দিতে চান কোনও পুরুষকে তাঁর প্রয়োজন নেই। নিজেই নিজের দেখভাল করতে পারেন তিনি। গুজরাতের (Gujarat) তরুণীর এমন নিজেকে বিয়ে করার অভূতপূর্ব সংকল্প নিয়ে কিছুদিন আগেই শোরগোল পড়ে গিয়েছিল। এমন নিজেকে বিয়ে করার কথা আগে কখনও শোনা যায়নি। কিন্তু ২৪ বছর বয়সি ক্ষমা বিন্দুর এই সংকল্প মোটেই পছন্দ হয়নি গুজরাতের এক বিজেপি নেত্রীর।

সুনিতা শুক্ল নামের ওই বিজেপি (BJP) নেত্রী দাবি করেছেন, এই ধরনের বিয়ে (Self Marriage) হিন্দু ধর্মের বিরোধী। তাই মন্দিরে এমন বিয়ে অসম্ভব। এই ধরনের বিয়ের মাধ্যমে হিন্দুদের সংখ্যা কমে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বলেছেন, হিন্দুধর্মে এসব চলে না।

এএনআইয়ের তথ্য অনুযায়ী ওই বিজেপি নেত্রী বলেছেন, এই বিয়ের (Self Marriage) জন্য যে স্থান নির্বাচন করা হয়েছে আমি তার বিরুদ্ধে। ওই তরুণী কোনও মন্দিরে এভাবে নিজের সঙ্গে বিয়ে করতে পারবে না। এই ধরনের বিয়ে হিন্দুধর্মের বিরোধী। এতে হিন্দুর সংখ্যা কমে যাবে। ধর্মের বিরুদ্ধে কিছু করা হল আইন তাতে বাধা দেবে।

গুজরাতেই একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন ক্ষমা বিন্দু। তিনি কিছুদিন আগে ঘোষণা করেছেন কোনও ছেলে বা মেয়ে নয়, নিজেকে বিয়ে করছেন তিনি। দিনক্ষণও ঠিক করা হয়ে গেছে। আগামী ১১ জুন গুজরাতের এক মন্দিরে তাঁর বিয়ে হওয়ার কথা নিজের সঙ্গে। তরুণী জানিয়েছেন এই বিয়েতে পূর্ণ সম্মতি রয়েছে তাঁর বাবা-মায়েরও। কারণ তাঁরা দুজনেই খোলা মনের। মেয়ের সিদ্ধান্তকে তাঁরা সম্মান জানিয়েছেন। কিন্তু বিজেপি নেত্রী সুনিতা শুক্লর কথায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে