ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

যুদ্ধ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৩, ০৮:১০ পিএম

যুদ্ধ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

যুদ্ধ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এ মন্তব্য করেছেন। বুধবার ইসরায়েলের সেনাবাহিনীর এলিট কমান্ডো ইউনিট সায়েরেত মাতকেলের সঙ্গে মত বিনিময় করেন গ্যালেন্ত। সেনা সদস্যদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, ‘আমরা কেবলমাত্র যুদ্ধ শুরু করেছি। যুদ্ধের পরবর্তী পর্যায় শিগগিরই শুরু হবে। দুর্ভাগ্যজনকভাবে, এই যুদ্ধের প্রাথমিক পর্যায় থেকেই আমাদের মূল্য দিতে হচ্ছে।’ 

গ্যালেন্ত বলে, ‘আপনারা (যুদ্ধের পরবর্তী পর্যায়ের জন্য) মানসিকভাবে প্রস্তুত হোন। নিজেদের অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রস্তুত রাখুন। আমাদেরকে মাঠে নামতে হবে এবং হামাসকে ধ্বংস করতে হবে। নয়তো আমরা এখানে টিকে থাকতে পারব না।’

 গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেস সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে সেখানকার ভূখণ্ডে প্রবেশ করে কয়েক’শ হামাস যোদ্ধা। তার আগে ভোর বেলা থেকে সকাল পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ৫ হাজার রকেট নিক্ষেপ করে হামাস।

ইসরায়েলের ভূখন্ডে প্রবেশের হামাসের আক্রমণে প্রাণ হারায় ১৪০০ ইসরায়েলি। এছাড়া ২ শতাধিক ইসরায়েলিকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা।

এই হামলার প্রতিশোধ নিতে ওই দিন থেকেই গাজায় নির্বিচার বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে গাজার পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, বন্ধ করে দেওয়া হয় মিসর ও গাজার সীমান্তপথ রাফাহ ক্রসিংও, যা গাজার ‘লাইফ লাইন’ নামে পরিচিত। গত শনিবার অবশ্য খুলে দেওয়া হয়েছে এই ক্রসিং। গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান অভিযানে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা পৌঁছেছে ৫ হাজার ৮০০ বেশি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি