ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

 টাকায় এবার রবীন্দ্রনাথ, কালামের ছবিও, উদ্যোগ রিজার্ভ ব্যাঙ্কের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ জুন, ২০২২, ০১:০৬ পিএম

 টাকায় এবার রবীন্দ্রনাথ, কালামের ছবিও, উদ্যোগ রিজার্ভ ব্যাঙ্কের

 টাকায় এবার রবীন্দ্রনাথ, কালামের ছবিও, উদ্যোগ রিজার্ভ ব্যাঙ্কের

 ভারতীয় কারেন্সি নোট বা কাগজের মুদ্রায় মহাত্মা গান্ধীর পাশাপাশি অন্য মনীষীদের ছবিও ছাপা হতে পারে অচিরেই (Indian Currency)। রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের ছবি ছাপা নিয়ে প্রাথমিক কাজ শুরু করেছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে এই খবর জানা গিয়েছে।


কেন এই দু’জনকেই প্রাথমিকভাবে বাছা হয়েছে তা জানা যায়নি (Indian Currency)। তবে স্বাধীনতা আন্দোলনের বীরযোদ্ধা এবং স্বাধীনতার আগে ও পরবর্তী ভারতে দেশের জন্য বিশেষ অবদান রাখা ব্যক্তিদের জলছবি টাকা বা কাগজের মুদ্রায় ঘুরিয়ে ফিরিয়ে ছাপানোর ভাবনাচিন্তা চলছে। স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপনের অঙ্গ হিসাবেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

 
ওয়াকিবহাল মহলের একাংশের অনুমান, বর্তমান কেন্দ্রীয় সরকার দীনদয়াল উপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়দের মতো গেরুয়া শিবিরের প্রাতঃস্মরণীয় ব্যক্তিদের ছবিও আগামী দিনে কাগজের নোটে (Indian Currency) ছাপার পরিকল্পনা করছে। তার আগে তারা অন্য মনীষীদের ছবি ছাপার সিদ্ধান্ত কার্যকর করে নিতে চাইছে। ইতিমধ্যেই গেরুয়া শিবিরের অনেক প্রয়াত বিশিষ্টদের নামে নানা সরকারি প্রকল্প চালু করেছে নরেন্দ্র মোদীর সরকার।

স্বাধীনতার পর বেশ কিছু বছর দেশে ব্রিটিশ সরকারের চালু করে যাওয়া নোট ব্যবহার হত। মহাত্মা গান্ধী মারা যাওয়ার পর কাগজের নোটে তাঁর ছবি ব্যবহার নিয়ে গোড়ায় সহমত হতে সময় লেগেছিল। শুরুতে অশোকস্তম্ভর ছবি ব্যবহার করা হয়। ১৯৬৯ সালে রিজার্ভ ব্যাঙ্ক ১০০ টাকার কাগজের নোটে প্রথম গান্ধীর ছবি ব্যবহার করে। সেই থেকে এখনও পর্যন্ত আর কোনও মনীষীর ছবি টাকায় ছাপা হয়নি।

তবে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বহু দেশেই একাধিক মনীষী, রাষ্ট্রপ্রধানের জলছবি ব্যবহারের চল আছে। সেই ভাবনা থেকেই এ দেশে নোটে গান্ধীর পাশাপাশি অন্য মনীষীদের ছবি ছাপার উদ্যোগ।।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে