এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৩, ০৩:১০ পিএম
গাজায় নিহতে সংখ্যা সাড়ে ৬ হাজার ছাড়াল, এরমধ্যে শিশু ২৭০৪ জন
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের এ সংখ্যা জানিয়েছে বৃহম্পতিবার ভোরে। এরমধ্যে নিহত নারীর সংখ্যা ১৫৮৪ জন। আহত হয়েছেন ১৭ হাজার ৪৩৯ জন। এছাড়া ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে আছেন আরও ১৬০০ জন, যার মধ্যে শিশু হল ৯০০ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ইসরায়েলি হামলা ৭৩ ডাক্তার ও স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। ধ্বংস হয়েছে ২৫টি অ্যাম্বুলেন্স।
মুখপাত্র আল-কুদরা বলেন, ইসরায়েলের অবিরাম নির্বিচার হামলা এবং অতি জরুরি চিকিৎসা সরঞ্জামের অভাবে গাজার স্বাস্থ্য সেবার ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে।
৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিতে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা। এতে শত শত ইসরায়েলি সেনাসহ ১৪০০ ইসরায়েলি নিহত হন। এরপর ইসরায়েল বৃহস্পতিবার ২০তম দিনের মতো নির্বিচার ভয়াবহ বিমান ও কামান হামলা চালিয়ে যাচ্ছে গাজা উপত্যাকায়।
২৩ লাখ জনবসতিপূর্ণ ছোট্ট ছিটমহল গাজার ওপর। অবরুদ্ধ গাজায় এখন খাবার-পানি-ওষুধ-জ্বালনি শুণ্য অবস্থায় রয়েছে। অঞ্চলটিতে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি