এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ জুন, ২০২২, ০১:০৬ পিএম
বাংলা পেতে চলেছে দ্বিতীয় ক্রিকেট স্টেডিয়াম! রাজারহাটে এবার ‘নতুন ইডেন’
ক্রিকেটের নন্দন কানন ইডেনের (Eden Gardens) মতই রাজ্যে তৈরি হতে চলেছে আর একটি ক্রিকেট স্টেডিয়াম। সেই কাজ অনেকটাই এগিয়ে ফেলল সিএবি (CAB)। স্টেডিয়ামের জন্য রাজারহাটে একটি জমিও পছন্দ হয়ে গেছে। ৩০ কোটি টাকার সেই জমিতেই তৈরি হবে রাজ্যের দ্বিতীয় ক্রিকেট স্টেডিয়াম (Cricket Stadium)।
রাজ্যের আরেকটা স্টেডিয়াম করার চিন্তা ভাবনা বেশ অনেকদিন ধরেই চলছিল সিএবির অন্দরে। এর আগে হাওড়ার ডুমুরজলায় একটি স্টেডিয়াম করার প্রস্তুতিও নিয়ে ফেলেছিল সিএবি। কিন্তু কিছু সমস্যা থাকায় সেই কাজ আর এগোয়নি। অন্য কোথায় স্টেডিয়াম করা যায় তারই খোঁজ চলছিল। এবার তা চূড়ান্ত হল।
সিএবি সূত্রে খবর, প্রায় চোদ্দ একর রাজারহাটের এই জমির ওপর তৈরি হতে চলেছে এই স্টেডিয়াম। শনিবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সিএবি কর্তাদের এই বিষয়ে একপ্রস্থ আলোচনাও হয়েছে বলে খবর। এদিন ইডেনে গিয়েছিলেন সৌরভ।
আরও জানা গেছে, জমি পাওয়া গেলেও তাঁর কাগজপত্র এখনও তৈরি হয়নি। সেই কাজই চলছে। যা মিটলে জোরকদমে শুরু হবে স্টেডিয়াম তৈরির কাজ। রাজ্যে দ্বিতীয় স্টেডিয়াম হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র।
উল্লেখ্য, দেশের বেশ কয়েকটি রাজ্যে দুটি করে স্টেডিয়াম রয়েছে। আইপিএল হোক বা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ সবেধন নীলমণি সেই ইডেন। তাই দ্বিতীয় স্টেডিয়ামের জন্য পরিকল্পনা চলছিল, এবার তা বাস্তবায়নের পথে।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে