ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

জন্মের পরদিনই ইসরায়েলি বোমা কেড়ে নিল গাজার নবজাতকের জীবন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৩, ০৫:১০ পিএম

জন্মের পরদিনই ইসরায়েলি বোমা কেড়ে নিল গাজার নবজাতকের জীবন

 জন্মের পরদিনই ইসরায়েলি বোমা কেড়ে নিল গাজার নবজাতকের জীবন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস  আগ্রাসনের হাত থেকে রেহাই পেল না নবজাতক উদয় আবি মোহসেন। গত শনিবার জন্ম নেয়। রোববার ইসরায়েলি বাহিনীর বোমায় হামলায় নিহত হল শিশুটি।

কাফনে মোড়ানো উদয় আবি মোহসেনের লাশের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করেছেন ফিলিস্তিনের ফটো সাংবাদিক বেলাল খালেদ। গাজায় ইসরায়েলি বাহিনীর হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রামাণ্য নথি সংরক্ষণ করার কাজ করছেন তিনি।
কাফনে আরবিতে লেখা ছিল : ‘উদয় আবি মোহসেন। তার বয়স হয়েছিল মাত্র এক দিন। এখনো তার নামে কোনো জন্ম সনদ দেওয়া হয়নি। অবশ্য এর আগেই তার নামে মৃত্যু সনদ দেওয়া হলো।’

 কাফনে মোড়ানো মোহসেনের মরদেহের ছবি অনলাইন মাধ্যমগুলোতে পোস্ট করে অনেকে নিন্দা জানাচ্ছেন। ইসরায়েলি বোমা যখন মোহসেনদের বাড়িতে আঘাত হানে, তখনো সে ছিল মায়ের কোলে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার সপ্তাহ ধরে নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলায় গাজায় আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে প্রায় অর্ধেকই শিশু-কিশোর।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বোমা হামলায় গাজায় ৮ হাজার ৫ জন নিহত হয়েছেন। আগের দিন পর্যন্ত এই সংখ্যাটা ছিল ৭ হাজার ৭০৩। নিহতদের মধ্যে শিশু ৩ হাজার ৩৪২ শিশু ও নারী ২ হাজার ৬২। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি