এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৩, ০৬:১০ পিএম
ঘূর্ণিঝড় ওতিসে তছনছ মেক্সিকোর ২ শহর, নিহত অন্তত ৪৮
এছাড়া নিখোঁজ আছে ৩৬ জন। এপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরে উদ্ভুত পঞ্চম ক্যাটেগরির ঘূর্ণিঝড় ওতিসের আঘাতে তছনছ হয়ে যাওয়া ২ পর্যটন শহরের মধ্যে রয়েছেকোইউকা দে বেনিতেজ এবং অ্যাকাপুলকো।
এপির অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬০ জনকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ এখনো অব্যাহত রয়েছে। ঝড়ের তাণ্ডবে গুরুতর ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দুই শহরের প্রায় ২ লাখ ৭৩ হাজার ঘরবাড়ি, ৬০০টি হোটেল এবং ১২০টি হাসপাতাল। নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক রেস্তোঁরা-ছোট দোকান এবং বিচ্ছিন্ন হয়ে গেছে দুই শহরের বিদ্যুৎ, মোবাইল ও টেলিযোগাযোগ নেটওয়ার্ক।
মেক্সিকো কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। কবর দিতে হচ্ছে প্রিয়জনদের। কোইউকা দে বেনিতেজের পৌর প্রশাসন জানিয়েছে, ঝড়ে আর্থিক হিসেবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ হাজার ৫০০ কোটি ডলার।
জাতিসংঘের বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত বিশেষায়িত সংস্থা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন জানিয়েছে, ২০১৫ সালের ঘূর্ণিঝড় ‘প্যাট্রিসিয়া’ আঘাত হানার পর গত ৮ বছরে এই প্রথম এত বিধ্বংসঢী কোনো ঝড় দেখলো কোইউকা দে বেনিতেজ এবং অ্যাকাপুলকোর লোকজন।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ওতিসের মূল তাণ্ডব গেছে অ্যাকাপুলকো শহরের ওপর দিয়ে। শহরটিতে বসবাসকারী প্রায় ৭ লাখ ৮০ হাজার মানুষের অধিকাংশই ঝড়ে সবকিছু হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন। তছনছ হয়ে যাওয়া অ্যাকাপুলকোয় ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংস্তূপে এখনও নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছেন দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা। এছাড়া ঝড়ের পর লুটপাটের মাত্রা বেড়ে যাওয়ায় অ্যাকাপুলকো এবং কোইউকা দে বেনিতেজে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর ১ হাজার ৭০০ সদস্যকে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি