ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

মুক্তির ৮০ দিন পরও দেবের ব্যোমকেশ হাউজফুল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৩, ০৬:১০ পিএম

মুক্তির ৮০ দিন পরও দেবের ব্যোমকেশ হাউজফুল

 মুক্তির ৮০ দিন পরও দেবের ব্যোমকেশ হাউজফুল

এবার পূজায় পশ্চিমবঙ্গের পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতা দেবের সিনেমা বাঘা যতীন। যা বক্স অফিস কালেকশনে দ্বিতীয় স্থানে রয়েছে। এর মধ্যেই ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবি নিয়ে নতুন খবর জানালেন এই অভিনেতা প্রযোজক।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেব জানান, মুক্তির পর ৮০ দিন পার করেও এখনও সিনেমাহলে হাউসফুল তার ছবি ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। তিনি লিখেছেন, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থনে এখনো সিনেমাহলে হাউজফুল যাচ্ছে ছবিটি।’ দেবের ওই পোস্টে অনুরাগীরাও নতুন ব্যোমকেশকে শুভেচ্ছা জানিয়েছেন।

গত ১১ আগস্ট মুক্তি পেয়েছিল দেব-রু´িণীর ব্যোমকেশ ও দুর্গরহস্য। এই ছবির পরিচালক ছিলেন বিরসা দাশগুপ্ত। এর আগে গত ১১ অক্টোবর টলি বাংলা বক্স অফিসের এক্স (টুইটার) পোস্ট থেকে জানা যায়, মুক্তির পর ৪ সপ্তাহে ব্যোমকেশ ও দুর্গরহস্য মোট ২.৮৬ কোটি টাকার ব্যবসা করেছে। তবে মুক্তির পর ৮০ দিন পার করে এই ছবির আয় আরও অনেক বেশি বাড়বে সেটাই আশা করা যায়।

উল্লেখ্য, ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছবিতে ব্যোমকেশের ভূমিকায় দেব, আর সত্যবতীর ভূমিকায় দেখা গেছে রুক্মিণীকে। এছাড়াও অন্যান্য ভূমিকায় ছিলেন সত্যম ভট্টাচার্য, অম্বরীশ ভট্টাচার্য, রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি