এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৩, ০৬:১০ পিএম
মুক্তির ৮০ দিন পরও দেবের ব্যোমকেশ হাউজফুল
এবার পূজায় পশ্চিমবঙ্গের পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতা দেবের সিনেমা বাঘা যতীন। যা বক্স অফিস কালেকশনে দ্বিতীয় স্থানে রয়েছে। এর মধ্যেই ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবি নিয়ে নতুন খবর জানালেন এই অভিনেতা প্রযোজক।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেব জানান, মুক্তির পর ৮০ দিন পার করেও এখনও সিনেমাহলে হাউসফুল তার ছবি ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। তিনি লিখেছেন, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থনে এখনো সিনেমাহলে হাউজফুল যাচ্ছে ছবিটি।’ দেবের ওই পোস্টে অনুরাগীরাও নতুন ব্যোমকেশকে শুভেচ্ছা জানিয়েছেন।
গত ১১ আগস্ট মুক্তি পেয়েছিল দেব-রু´িণীর ব্যোমকেশ ও দুর্গরহস্য। এই ছবির পরিচালক ছিলেন বিরসা দাশগুপ্ত। এর আগে গত ১১ অক্টোবর টলি বাংলা বক্স অফিসের এক্স (টুইটার) পোস্ট থেকে জানা যায়, মুক্তির পর ৪ সপ্তাহে ব্যোমকেশ ও দুর্গরহস্য মোট ২.৮৬ কোটি টাকার ব্যবসা করেছে। তবে মুক্তির পর ৮০ দিন পার করে এই ছবির আয় আরও অনেক বেশি বাড়বে সেটাই আশা করা যায়।
উল্লেখ্য, ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছবিতে ব্যোমকেশের ভূমিকায় দেব, আর সত্যবতীর ভূমিকায় দেখা গেছে রুক্মিণীকে। এছাড়াও অন্যান্য ভূমিকায় ছিলেন সত্যম ভট্টাচার্য, অম্বরীশ ভট্টাচার্য, রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি