ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

অপু-বুবলীকে যে পরামর্শ দিলেন ডিপজল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৩, ০৬:১০ পিএম

অপু-বুবলীকে যে পরামর্শ দিলেন ডিপজল

 অপু-বুবলীকে যে পরামর্শ দিলেন ডিপজল

 চিত্রনায়ক শাকিব খানের দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে সম্পর্ক ভালো নয় লম্বা সময় ধরেই। প্রতিনিয়তই সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে বাকযুদ্ধে সামিল হন তারা। বিভিন্ন সময়ে তাদের একে অন্যেকে আক্রমণ করে মন্তব্য সমালোচনার জন্ম দিয়েছে। একারণে নিয়মিত কটাক্ষের শিকারও হতে হয় তাদের।

সবশেষ একটি সাক্ষাৎকারে বুবলীকে ঘৃণা করেন বলে জানান অপু বিশ্বাস। এরপরই এই নায়িকাকে উদ্দেশ্য করে একটি স্ট্যাটাস দেন বুবলী। যেখানে পরোক্ষভাবে তাকে ‘কুকুরের’ সঙ্গে তুলনা করেন। এই দুই নায়িকার রেষারেষি নিয়ে যখন ভক্তরা দুই দলে বিভক্ত হয়েছে, তখন তাদেরকে ‘চুপ’ থাকতে বললেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ডিপজল বলেন, ‘তাদের উচিত এসব নোংরা নাটক বন্ধ করা। এতে করে ফিল্মের মান সম্মান নষ্ট হচ্ছে। মুসলমান হিসেবে শাকিব দুটো বিয়ে কেন, চারটে বিয়ে করতে পারে। তার সেই সামর্থ আছে। আমাদের ধর্মে এটা বৈধ। কিন্তু এটা নিয়ে এতো কথা এতো নাটক কেন উঠছে?’

তিনি বলেন, ‘অপু-বুবলীর এসব কথাবার্তা কেউ ভালো চোখে দেখছে না। এসব আমাদের ফিল্ম জগতকে অনেক নিচে নামাচ্ছে। আমি দু’জনকেই চুপ থাকতে বলবো।’

দুই নায়িকাকে পরামর্শ দিয়ে ডিপজল বলেন, ‘অপুকে ফিল্মে আমি এনেছি। পারলে তুমি তোমার মুখটা সেলাই দিয়ে বন্ধ রাখো। যেখানে আছো সেখানে কাজগুলো নিয়ে ব্যস্ত থাকো। তোমার যে কথাবার্তা এগুলো বন্ধ করলে ভালো হবে। বুবলীকেও বলবো, তুমিও আর কিছু বইলো না। টিভিতে এসে কান্নাকাটি এসব খুব খারাপ। তোমাদের এসব মানুষ ভালো বলছে না। আমরা যা ফিল্মে মানুষদের অভিনয় করে দেখাই তোমরা সেগুলো বাস্তবে দেখাচ্ছো। তোমরা আর্টিস্ট, নিজেদের লুকিয়ে রাখো, দেখবা পাবলিক ইজ্জত দিবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি