ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় শহরে একই পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৩, ০৬:১০ পিএম

রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় শহরে একই পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা

রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় শহরে একই পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুজন শিশু। ইউক্রেনীয় কর্মকর্তাদের অভিযোগ, রুশ সামরিক বাহিনীর সদস্যরা তাদের হত্যা করেছে। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ান সৈন্যদের কাছে নিজেদের বাড়ি তুলে দিতে অস্বীকার করার পর গত ২৭ অক্টোবর পুরো এই পরিবারকে সেনারা হত্যা করে বলে তারা বিশ্বাস করেন।

রাশিয়ান তদন্তকারীরা বলছেন, এই ঘটনায় দুই পুরুষ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তারা রাশিয়ার দূর প্রাচ্যের রুশ সৈন্য বলেও জানিয়েছেন তারা।

বিবিসি বলছে, ইউক্রেন ও রাশিয়া এই হামলার বিষয়ে পৃথক তদন্ত শুরু করেছে। এই ঘটনার যেসব ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেখানে রক্তাক্ত এবং গুলিবিদ্ধ মরদেহ বিছানায় পড়ে আছে বলে দেখা যাচ্ছে। নিহতদের মধ্যে কেউ কেউ তাদের মৃত্যুর সময়ও আলিঙ্গনে আবদ্ধ ছিলেন।

ইউক্রেনের ন্যায়পাল দিমিত্রো লুবিনেট সোমবার বলেছেন, ভলনোভাখা শহরের এই হত্যাকাণ্ডে ‘রাশিয়ানদের রক্তাক্ত হাত জড়িত’।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি