ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
Logo
logo

এককভাবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৩, ০৬:১০ পিএম

এককভাবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব

এককভাবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব

সৌদি আরব ফুটবলের পেছনে গত কয়েক বছর ধরেই অগণিত টাকা বিনিয়োগ করে চলছে। ফুটবল বিশ্বকাপ আয়োজনই ছিল তাদের মূল লক্ষ্য। শোনা গিয়েছিল, ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করবে সৌদি। কিন্তু শেষ পর্যন্ত ২০৩৪ বিশ্বকাপের জন্য বিড করে তারা। 

২০৩৪ বিশ্বকাপ আয়োজনের দাবিদার ছিল দুইটি দেশ, সৌদি আরব এবং অস্ট্রেলিয়া। বিশ্বকাপ আয়োজনের আবেদন চূড়ান্তভাবে জমা দেয়ার মাত্র এক ঘন্টা আগে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া। 

সকারুরা নাম প্রত্যাহার করে নেয়ায় এককভাবে ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের আবেদনকারী দেশ হিসেবে দাঁড়ায় সৌদি আরব। তাদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ২০৩৪ সালের বিশ্বকাপটি মধ্যপ্রাচ্যের এই আরব দেশেই অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এক বিবৃতিতে ফুটবল অস্ট্রেলিয়া জানায়, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার বিষয়ে আর এগুবো না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি