ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

বিটিএস গায়ককে বিরক্ত করায় তরুণী গ্রেপ্তার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৩, ০৭:১০ পিএম

বিটিএস গায়ককে বিরক্ত করায় তরুণী গ্রেপ্তার

বিটিএস গায়ককে বিরক্ত করায় তরুণী গ্রেপ্তার

 গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস’র গায়ক ভি’র বাসার নিচে এক তরুণী সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। পরে লিফটেও ভি’কে অনুসরণ করেন। এরপর জোর করে তার বাসায় ঢোকার চেষ্টা করেন ওই নারী। 

অনেক চেষ্টা করেও ভি’র বাসায় ঢুকতে না পেরে এক পর্যায়ে পালিয়ে যান ওই তরুণী। পরে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করলে সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে ওই তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগেও বিটিএসের এই তারকাকে হয়রানি করেছেন বলে স্বীকার করেছেন অভিযুক্ত তরুণী। সূত্র: কোরিয়া বো

পুলিশের ভাষ্য, ভি-কে বিয়ে করার জন্য কথা বলার চেষ্টা করেছিলেন ওই তরুণী।

 বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক গণমাধ্যমে জানিয়েছে, যারা শিল্পীদের গোপনীয়তা লঙ্ঘন করেন ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠেন, তাদের কোনোভাবেই বিটিএস ছাড় দেয় না।

গত ৮ সেপ্টেম্বর প্রথম একক অ্যালবাম ‘লেওভার’ প্রকাশ করেছেন ভি। অ্যালবামটি বিলবোর্ড হট ১০০ তালিকা ও বিলবোর্ড ২০০ অ্যালবাম তালিকায় জায়গা করে নিয়েছিল। এর আগে বিটিএসের সঙ্গে ‘স্টিগমা’ ও ‘ইনার চাইল্ড’ গানে নজর কেড়েছেন ভি। 
গাঁজা খেয়ে বিপাকে অভিনেতা লি সান

অস্কারজয়ী কোরীয় সিনেমা ‘প্যারাসাইট’ এর জনপ্রিয় অভিনেতা লি সান কিয়োনকে গাঁজাসহ অবৈধ মাদক সেবনের অভিযোগে আটক করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। এর আগেও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অমান্য করার অভিযোগ উঠেছিল। 
শনিবার (২৮ অক্টোবর) সিউল থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে ইনচন পুলিশ তাকে আটক করে। এরপর জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হয়। অভিনেতা লি সান চলতি বছরের শুরুতে সিউলের গ্যাংনাম জেলার একটি নাইটক্লাবে কর্মরত একজন হোস্টেসের বাড়িতে গাঁজাসহ অন্যান্য অবৈধ ড্রাগ সেবন করেছেন বলে জানিয়েছে পুলিশ। 

ইনচন মেট্রোপলিটন পুলিশ এজেন্সির ড্রাগ অপরাধের তদন্ত বিভাগ জানিয়েছে, অভিনেতার প্রস্রাব ও চুলের নমুনা পরীক্ষায় ফলাফল নেতিবাচক ছিল। এ কারণে সেসব নমুনা ন্যাশনাল ফরেনসিক সার্ভিসে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। আর এ থেকে লি সানের অবৈধ মাদকের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ আরও জানায়, ড্রাগ ব্যবহারকারীরা পরীক্ষার পাঁচ বা দশ দিন আগে মাদকদ্রব্য নিলে পরীক্ষা ইতিবাচক হয়। তবে অনেক আগে ড্রাগ ব্যবহার করলে এ ক্ষেত্রে সঠিক ফলাফল পাওয়া বেশ কঠিন।

এদিকে এ ঘটনায় লি সান সাংবাদিকদের বলেছেন, ‘আমি আমার মোবাইল ফোন জমা দিয়েছি এবং পরবর্তী আনুষ্ঠানিক তদন্তের জন্য প্রয়োজনে সহযোগিতা করব তাদের। আমাকে যখনই পুলিশ তদন্তের জন্য তলব করবে আমি সাড়া দেব। এমন একটি অসম্মানজনক ঘটনায় আমার নাম উঠে আসায় যেসব মানুষজন কষ্ট পাচ্ছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’

এ ঘটনায় ৪৮ বছর বয়সী এই অভিনেতাকে দক্ষিণ কোরিয়ার বাইরে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি