ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

সঞ্জয় দত্তসহ বলিউডের ৪০ তারকার বিরুদ্ধে মামলা 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৩, ০৭:১০ পিএম

সঞ্জয় দত্তসহ বলিউডের ৪০ তারকার বিরুদ্ধে মামলা 

সঞ্জয় দত্তসহ বলিউডের ৪০ তারকার বিরুদ্ধে মামলা 


বলিউড অভিনেতা সঞ্জয় দত্তসহ ৪০ তারকার বিরুদ্ধে মামলা করা হয়েছে ‘ভায়াকম ১৮’। জুয়ার অ্যাপে আইপিএলের প্রচারের অভিযোগে এ মামলা করা হয়েছে তাদের নামে। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে আইপিএলের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট কিনেছে ‘ভায়াকম ১৮’ নামের একটি কোম্পানি। তারাই শুধু মোবাইল অ্যাপে আইপিএলের ম্যাচগুলির সরাসরি সম্প্রচার করার অনুমতি পেয়েছে।

কোম্পানিটির অভিযোগ, একটি আনলাইন জুয়া সংস্থা তাদের মোবাইল অ্যাপে বেআইনিভাবে আইপিএল ম্যাচ সম্প্রচার করছে। সংশ্লিষ্ট অ্যাপটির হয়ে প্রচার করছেন র‌্যাপার বাদশা, সঞ্জয় দত্ত-সহ ৪০ জন তারকা। সংস্থাটির বিরুদ্ধে ডিজিটাল পাইরেসির অভিযোগও এনেছে ভায়াকম ১৮ কর্তৃপক্ষ। এ ঘটনায় এরইমধ্যে বাদশাহকে ডেকেছিল মহারাষ্ট্র পুলিশের সাইবার বিভাগ। সোমবার হাজিরা দেন তিনি। এবার হাজিরা দিতে হতে পারে সঞ্জয় দত্তকেও। 

এরইমধ্যে ওই জুয়ার অ্যাপের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। অভিযুক্ত অ্যাপটি যে সংস্থার তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের তদন্ত করছে তারা।

 সংস্থাটির প্রচার দূত হিসাবে বিভিন্ন সময় দেখা গেছে রণবীর কাপূর, হুমা কুরেশি, কপিল শর্মা, শ্রদ্ধা কাপূরের মতো বলিউডের পরিচিত মুখদেরও। তদন্তের স্বার্থে আগেই তাদের বক্তব্য জানতে চেয়েছে ইডি। এছাড়া সংস্থাটির কর্ণধার সৌরভ চন্দ্রকরের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সঞ্জয়, সুনীল শেঠি, টাইগার শ্রফসহ আরো অনেক তারকা। তাই তাদেরও নজরে রাখা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি সঞ্জয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি