ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

১০ দিনে যত আয় করল বিজয়ের ‘লিও’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৩, ০৭:১০ পিএম

১০ দিনে যত আয় করল বিজয়ের ‘লিও’

১০ দিনে যত আয় করল বিজয়ের ‘লিও’

গত ১৯ অক্টোবর মুক্তি পেয়েছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের নতুন সিনেমা ‘লিও’। যা বিশ্বের ৫ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। মুক্তির পরপরই রেকর্ড গড়েছে এই সিনেমা। প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকার শীর্ষে স্থান করে নিয়েছে ‘লিও’। 

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী এ সিনেমার আয়ের পরিমাণ কমছে। শুক্রবার (২৭ অক্টোবর) সবচেয়ে কম আয় করে এটি। কিন্তু রোববার এ সিনেমাটির আয় কিছুটা বেড়েছে। সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় ‘লিও’ এখন চতুর্থ অবস্থানে। 

জানা যায়, মুক্তির প্রথম দিনে ‘লিও’ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১৪৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৬৫ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৭৫ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করেছে ৭০ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করেছে ৪৬ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করেছে ৪৫ কোটি রুপি, সপ্তম দিনে আয় করেছে ২২ কোটি রুপি, অষ্টম দিনে আয় করেছে ১১ কোটি রুপি, নবম দিনে আয় করেছে ৯.৫ কোটি রুপি, দশম দিনে আয় করেছে ১৪ কোটি রুপি। এতে দশদিনে এই সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ৫০২.৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৬৬২ কোটি ৩ লাখ টাকার বেশি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি