এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৩, ০১:১১ পিএম
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বলিভিয়া, রাষ্ট্রদূতকে ফিরে যেতে বলল কলাম্বিয়া
মঙ্গলবার বগোতায় ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ-সমাবেশের সময় জনতা ইসরায়েল ও মার্কিন পতাকা পুড়াচ্ছেন।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যার কারণে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার এই সিদ্ধান্ত নিয়েছে। একই কারণে অঞ্চলটির আরেক দেশ কলাম্বিয়া ইসরায়েল থেকে তার দেশের কূটনীতিককে দেশে ডেকে পাঠিয়েছে।
গত মঙ্গলবার বলিভিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি ইসরায়েলের সমালোচনা করে সাংবাদিকদেরকে বলেছেন, গাজায় দেশটি (ইসরায়েল) আগ্রাসন চালাচ্ছে ও অসামঞ্জস্যপূর্ণ আচরণ করছে। গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ করছে ইসরায়েল। এটা গ্রহণযোগ্য হতে পারে না। লাটিন আমেরিকার প্রথম দেশ হিসেবে বলিভিয়া ২০১৯ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
বলিভিয়া সরকার গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে গাজাবাসীর জন্য সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটি।
বলিভিযার প্রতিবেশি দেশ কলাম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভ পেত্রো এক্সএ পোস্ট করা এক বার্তায় গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসরায়েল থেকে তার দেশের কূটনীতিককে দেশে ডেকে পাঠিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল গাজার জনগণের ওপর গণহত্যা বন্ধ করায় আমরা দেশটি থেকে আমাাদের রাষ্টৃদূতকে ফিরিয়ে নেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস। সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ৮ হাজার ৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।
এর আগে, ৭ অক্টোবর হামাস আল-আকসা মসজিদের অবমাননা এবং ফিলি্িস্তনিদের ওপর ইসরায়েলের হত্যা-নির্যাতনের প্রতিবাদে অপারেশন আল-আকসা ফ্লাড নামে ইসরায়েলে আকস্মিক ৬ ঘণ্টার অভিযান চালায়। এতে কয়েকশ’ সেনাসহ ১৪০০ ইসরায়েলি প্রাণ হারায়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি