ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

ফিলিস্তিনকে ২০ লাখ ক্যান টুনামাছ দেবে মালদ্বীপ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ নভেম্বর, ২০২৩, ০১:১১ পিএম

ফিলিস্তিনকে ২০ লাখ ক্যান টুনামাছ দেবে মালদ্বীপ

ফিলিস্তিনকে ২০ লাখ ক্যান টুনামাছ দেবে মালদ্বীপ

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ মজলুম ফিলিস্তিনের জনগণের জন্য এ সহায়তা দানের কথা ঘোষণা করেছেন।  

এই অনুদানের লক্ষ্য ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্তদের মানবিক ও ত্রাণ সহায়তা প্রদানের চলমান প্রচেষ্টাকে সমর্থন করা। মালদ্বীপ সর্বদা ফিলিস্তিনি জনগণের স্থায়ী শান্তি অর্জনের সংগ্রামে সমর্থন দিয়ে যাচ্ছে। লোনা পানির নীল সাগর বেষ্টিত শতভাগ মুসলিম দেশ পর্যটন নির্ভরশীল মালদ্বীপ। তাদের আয়ের দ্বিতীয় উৎস হল মৎস্য সম্পদ।

উল্লেখ্য ক্যানের ভেতরে থাকা টুনামাছ ঠান্ডা অথবা গরম যেকোন জায়গায় রাখলেও কয়েক বছরে নষ্ট হবে না এবং এই টুনামাছ রান্না না করে খাওয়া যাবে। এছাড়াও বিভিন্ন শুকনো খাবারের সঙ্গেও খাওয়া যাবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি