ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

হামাসের যুদ্ধবিরতির পরিকল্পনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৩, ০৬:১১ পিএম

হামাসের যুদ্ধবিরতির পরিকল্পনা

হামাসের যুদ্ধবিরতির পরিকল্পনা

গাজায় ইসরায়েলের হামলা বন্ধের একটি ‘ব্যাপক ভিত্তিক পরিকল্পনা’ দিয়েছে  হামাস। ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাঈল হানিয়া বুধবার এক টেলিভিশন ভাষণে পরিকল্পনার কথা জানান। 

 এ পরিকল্পনায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের সঙ্গে সঙ্গে সীমান্ত ক্রসিং খুলে দেওয়া, বন্দি বিনিময় করা এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ও আত্মনিয়ন্ত্রণের নতুন রাজনৈতিক দিগন্ত উম্মোচন করার কথা বলা হয়েছে।

তিনি বলেন, (ইসরায়েলি প্রধানমন্ত্রী) নেতানিয়াহু মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে কালক্ষেপন করছেণ এবং তার সমর্থকদের ধোকা দিচ্ছেন।  

 হানিয়া বলেন, ডানপন্থী ফ্যাসিবাদী ও বর্ণবাদী গ্রুপগুলোর পরিচালনাকারী নেতানিয়াহুই বর্তমান সংঘাতের জন্য দায়ী।  আগ্রাসন বন্ধের আন্তর্জাতিক প্রচেষ্টা বাধাদান না করতে তিনি যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের সমর্থকদের প্রতি দাবি জানান।

৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালানোর পর তার প্রতিশোধ নিতে সেই দিন থেকেই গাজা উপত্যাকায় বিমান হামলা শুরু করে। একটানা বিমান হামলার সঙ্গে এখন যোগ হয়েছে স্থল হামলা। এতে গাজায় ৮ হাজার ৭৯৬ জন। তাদের অর্ধেকই শিশু।

বিপুল সংখ্যক মানুষ হতাহত ও বাস্তচ্যূত হওয়ার পাশাপাশি মৌলিক সরবরাহ ফুরিয়ে গেছে। ইসরায়েলে অবরোধের কারণে সেখানে কোন কিছুই প্রবেশ করতে পারছে না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি