ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্ব সম্পর্কে নেতিবাচক মনোভাব বাইডেন প্রশাসনের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৩, ০৬:১১ পিএম

নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্ব সম্পর্কে নেতিবাচক মনোভাব বাইডেন প্রশাসনের

নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্ব সম্পর্কে নেতিবাচক মনোভাব বাইডেন প্রশাসনের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েল। সেই ঘনিষ্ট মিত্রের কাছ থেকে এবার অশুভ বার্তা পেতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চলমান এই যুদ্ধের মধ্যেই নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্ব ও রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি দেখছেন জো বাইডেন ও তার প্রশাসন। সম্প্রতি ফেডারেল সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় জো বাইডেন এমন মনোভাব প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকো বাইডেন প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে ফেডারেল সরকারের শীর্ষ কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনার সময় নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্ব এমনকি রাজনৈতিক ক্যারিয়ারের ইতির বিষয়টি নিয়ে কথা বলেন বাইডেন। বৈঠকে বাইডেনের ইসরায়েল সফরের সময় নেতানিয়াহুর সঙ্গে কী আলাপ হয়েছিল তাও উঠে আসে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাইডেন তার ইসরায়েল সফরের সময় নেতানিয়াহুকে ইঙ্গিত দিয়েছিলেন যে তার প্রধানমন্ত্রিত্বের স্থায়ীত্ব সম্ভবত শেষের দিকে ঠেকে গেছে। বৈঠকে বাইডেন এমনকি নেতানিয়াহুকে এই পরামর্শও দিয়েছেন যে, সশস্ত্র হামাসের অতর্কিত হামলার পর যে শিক্ষা তিনি লাভ করেছেন তা তার উত্তরাধিকারী যিনি আসবেন তাকে সেসব বিষয়ে সজাগ করা উচিত।

বাইডেন প্রশাসন ধারণা করছে, নেতানিয়াহু আর মাত্র কয়েকটা মাস ক্ষমতায় টিকে থাকবেন। বর্তমান ওই কর্মকর্তা জানিয়েছে, বাইডেন প্রশাসনের অনুমান-ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্ভবত কয়েক মাস বা গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের প্রাথমিক পর্বের লড়াই শেষ না হওয়া পর্যন্ত টিকে থাকবেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি