ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী, চূড়ান্ত অভিযান সময়ের ব্যাপার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৩, ০৩:১১ পিএম

গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী, চূড়ান্ত অভিযান সময়ের ব্যাপার

গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী, চূড়ান্ত অভিযান সময়ের ব্যাপার

পশ্চীম তীরের গাজা শহর চারপাশ থেকে ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। সাধারণ ফিলিস্তিনিদের গাজার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রশাসন। 

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি বলেন, হামাসের কেন্দ্র বিন্দু গাজা শহরকে পুরোপুরি ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা।

দানিয়েল হাগারি এমন খবর দেওয়ার কয়েক ঘন্টা আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় বর্তমানে যুদ্ধের সর্বোচ্চ পর্যায়ে আছেন তারা। এছাড়া ইসরায়েলি সেনারা গাজার মধ্যাঞ্চল ও সবচেয়ে জনবহুল এলাকা গাজা সিটির ভেতর প্রবেশ করেছে বলেও দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে নেতানিয়াহু বলেছেন, ‘আমরা যুদ্ধের সর্বোচ্চ পর্যায়ে আছি। আমরা বেশ ভালো সাফল্য পেয়েছি এবং গাজার উপকণ্ঠ পার করে ভেতরে প্রবেশ করেছি। আমরা এগিয়ে যাচ্ছি।’

এছাড়া সাধারণ ফিলিস্তিনিদের গাজার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘আমি বেসামরিকদের বলছি। সরে যান। সরে যান, দক্ষিণ দিকে চলে যান। কারণ হামাসকে দমনের অভিযানে আমরা থামব না। আমরা এগিয়ে যাব। আমরা এগিয়ে যাব এবং জিতব। আমরা সৃষ্টিকর্তা ও সাহসী সেনাদের সহায়তায় হামাসকে নির্মূল করব।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি