এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ জুন, ২০২২, ০৩:০৬ পিএম
আমেরিকায় ফের বন্দুক- হামলা! সপ্তাহান্তের ভরা রাস্তায় এলোপাথাড়ি গুলি, নিহত তিন
আমেরিকায় আবারও বন্দুক হামলা (US Shooting)। গতকাল, শনিবার রাতে ফিলাডেলফিয়াতে ভিড়ের মধ্যে একাধিক বন্দুকবাজ আচমকা হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় নিহত হয়েছেন তিনজন। আহত কমপক্ষে এগারো জন।
স্থানীয় পুলিশ ইনস্পেক্টর ডিএফ পেস জানিয়েছেন, শনিবার উইকেন্ডের কারণে বেশ ভিড় ছিল বাজার সংলগ্ন ওই রাস্তায়। সেখানে আগে থেকেই একাধিক বন্দুকবাজ ছিল বলে অনুমান পুলিশের। ভিড়ের মধ্যে মিশে ঘোরাফেরা করছিল তারা। হামলা চালানোর পরেও ওই ভিড়েই মিশে যায় তারা। পুলিশ খুঁজে পায়নি তাদের। তবে গুলির শব্দ পাওয়ার পরেই পুলিশকর্মীরাও পালটা গুলি চালান। তখনই বন্দুক ফেলে রেখে একজন বন্দুকবাজ পালিয়ে যায়। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি এই ঘটনায়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুটি বন্দুক এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। এর মধ্যেই ফের প্রশ্নের মুখে পড়েছে আমেরিকার বন্দুক-নীতি। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কড়া আইন আনার জোরালো দাবি উঠছে।
দু’দিন আগে, বৃহস্পতিবার দুপুরেই আমেরিকায় উইশকনসিনের একটি কবরখানায় এক বন্দুকবাজ এসে এলোপাথাড়ি গুলি চালাতে লাগে সবার মাঝখানে। অনেকে জখম সে ঘটনায়। তার আগে বুধবারই আমেরিকার ওকলাহোমায় হাসপাতালে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় আরও এক বন্দুকবাজ। রক্তাক্ত লুটিয়ে পড়েন চারজন। পুলিশের গুলিতে বন্দুকবাজও খতম হয়েছে ওই ঘটনায়। তারও আগে গত সপ্তাহেই টেক্সাসের একটি স্কুলে আততায়ীর হামলায় ১৯ জন পড়ুয়া ও ২ জন শিক্ষক মারা যান। তার আগে নিউউয়র্কের বাফেলোতে একটি বাজার এলাকায় গুলি চলে। বন্দুকবাজের হামলায় ১০ জন প্রাণ হারান।দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে