ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

খোলামেলা পোশাক পরায় উরফি গ্রেপ্তার! 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৩, ০৯:১১ পিএম

খোলামেলা পোশাক পরায় উরফি গ্রেপ্তার! 

খোলামেলা পোশাক পরায় উরফি গ্রেপ্তার! 

 নিয়মিত অর্ধনগ্ন ছবি প্রকাশ করে খবরের শিরোনাম হন বলিউড অভিনেত্রী উরফি জাভেদ। এ নিয়ে কম সমালোচনার শিকার হন না তিনি। এমনকি হত্যার হুমকিও পেয়েছেন। এবার খোলামেলা পোশাক পরে রাস্তায় বের হওয়ায় গ্রেপ্তার করা হয়েছে উরফিকে। এমনটাই শোনা যাচ্ছে সামাজিক মাধ্যম ও ভারতীয় গণমাধ্যমে। 

এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ‘ভাইরাল ভায়ানি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একটি কফি শপে বসেছিলেন উরফি। হঠাৎ একটি পুলিশের গাড়ি দোকানের সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে দুই জন মহিলা পুলিশ অফিসার উরফিকে দোকানের বাইরে ডেকে আনেন।

এরপর তারা উরফিকে তাদের সঙ্গে থানায় যেতে বলেন। কেন তাকে থানায় যেতে বলা হচ্ছে? উরফির প্রশ্ন শুনে একজন পুলিশ অফিসারকে বলতে শোনা যায়, ‘এত ছোট পোশাক পরে রাস্তায় কে ঘোরে?’ কিছুক্ষণ বাকবিতণ্ডার পর উরফিকে পুলিশের গাড়িতে তুলতে দেখা যায় ওই দুই মহিলা পুলিশকে। এসময় গাড়ির কাছে একজন পুরুষ পুলিশ অফিসার দাড়িয়ে ছিলেন। তাকে উরফির কাছে যেতে দেখা যায়নি। তবে উরফির গ্রেপ্তারের ঘটনার সত্যতা এখনও জানা যায়নি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি