ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

১০০ বছর আগের গল্পে সিনেমা বানাবেন দীপন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৩, ১০:১১ পিএম

১০০ বছর আগের গল্পে সিনেমা বানাবেন দীপন

১০০ বছর আগের গল্পে সিনেমা বানাবেন দীপন

‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন এবার তার চতুর্থ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। ১০০ বছর আগের গল্পে সিনেমা নির্মাণ করবেন তিনি। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দীপন লিখেছেন, ‘শুরু হলো নতুন সিনেমা। আমার চতুর্থ সিনেমা। নাম ঠিক হয়নি, ওয়ার্কিং টাইটেল 

এরপর লেখেন, ‘এবার হিস্টোরিক্যাল স্পাই থ্রিলার আবার অন্যভাবে বলা যেতে পারে হিস্টোরিক্যাল মিশনের ওপর নির্মিত সাসপেন্স থ্রিলার যা সংগঠিত হয়েছিল নারীদের দ্বারা। প্ল্যানিং থেকে এক্সিকিউশন সব বাংলার নারীদের দ্বারা। ইতিহাসের আধিপত্যে চাপা পড়ে যাওয়া বাংলাদেশের অসীম সাহসী ও বুদ্ধিমতী একদল নারীর বীরত্বের সত্যকথন যা একই সাথে সাদা ও কালো। এই গ্রে টোনের গল্প নিয়ে চলছে বিস্তর গবেষণা। এই বীরত্ব কথন বাংলাদেশের ইতিহাসকে নতুন ভাবে সংজ্ঞায়িত করবে। এটা হবে ভীষণ জরুরি পপুলার ঘরানার সিনেমা।’

তিনি লেখেন, ‘প্রাথমিক গবেষণা করতে গিয়ে দেখেছি প্রায় শতবর্ষ আগের এই বীরগাঁথার শেকড় তারও প্রায় ১৫০ বছর আগের ঘটনা প্রবাহ থেকে। তাই একটু পেছন থেকে শুরু করতে হচ্ছে। একটু মানে একটু নয় প্রায় ২৫০ বছর আগে থেকে। এসব করতে গিয়েই সময়টা বেশি লাগে- এবার আর অত বেশি নয়, আট মাসের মধ্যে আসবে নারী প্রধান এই সিনেমাটি। আরেকটু গুছিয়ে নিয়ে বাকিটা বলব। আপাতত ডুবে আছি গবেষণায় যদিও সিনেমাটি ইতিহাস ভারাক্রান্ত হবে না, খুব গতিশীল থ্রিলারই হবে। তার জন্য কায়দা করতে হবে না। ঘটনাটা এমন যে ঠিকমতো বলতে পারলেই সেটা ভীষণ গতিশীল ও গ্রিপিং হবে।’

দীপন লিখেছেন, ‘ইতিহাসে ভরা না হলেও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে, সংশ্লিষ্ট কোনো চরিত্রকে ভুলভাবে পোট্রে করা যাবে না। এরা ইতিহাসে এত গুরুত্বপূর্ণ মানুষ যে এদের নিয়ে ভুল করলে আমার কল্লা (মন্ডু বা গলা) থাকবে না শরীরে। তাই ইতিহাসে আশ্রয়, ইতিহাসই ভরসা। ডুবে থাকি ইতিহাসে। আপাতত যেটুকু বলা যায় সেটুকুই বললাম, বাকিটা আরেকটু পরে।’

 দীপনের সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অন্তর্জাল’। সাইবার অপরাধ নিয়ে নির্মিত প্রথম সিনেমা এটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি