ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

অনলাইনে প্রতারণার শিকার দীপিকা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৩, ১০:১১ পিএম

অনলাইনে প্রতারণার শিকার দীপিকা

অনলাইনে প্রতারণার শিকার দীপিকা

প্রতিনিয়তই সামাজিক মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। প্রতারকরা নানামুখি ফাঁদে পা দিয়েছেন অনেক তারকাও। তেমনি এবার প্রতারিত হয়েছেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর ইব্রাহিম। অনলাইনে জিনিস না কিনেও দাম দিতে হয়েছে তাকে। বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। 

নিজের ইনস্টাগ্রাম আইডিতে এক পোস্টে দীপিকা জানান, দিন কয়েক আগেই তার বাড়িতে একাধিক জিনিসপত্র এসেছিল যা তিনি কেনেননি। জিনিসপত্র পৌঁছে দেওয়ার জন্য যে ব্যক্তি এসেছিলেন, তিনি দাবি করেন অভিনেত্রী অনলাইনে এমন বেশ কিছু জিনিস অর্ডার করেছেন, যার জন্য তাকে নগদে দাম দিতে হবে। সাধারণত ছেলে রুহান ও নিজের জন্য অনলাইনে জিনিসপত্র কেনেন দীপিকা। তাই বেশি না ভেবে নগদ টাকায় দাম মিটিয়ে দেন অভিনেত্রী।

ওই ঘটনার দিন কয়েক পরই ফের জিনিসপত্র নিয়ে আসেন আর এক ব্যক্তি। দীপিকা জানান, ওই বাক্সেও তার নাম, ঠিকানা ও ফোন নম্বর লেখা ছিল। যা দেখে অবাক হয়ে যান তিনি। অথচ তার মনে আছে, তিনি সম্প্রতি অনলাইনে কোনও জিনিস কেনেননি। দীপিকা জিনিসপত্রের বাক্স নিতে অস্বীকার করলে ওই ব্যক্তি অভিনেত্রীর ফোনে পাঠানো ওটিপি নম্বর তাকে দিতে বলেন। ওটিপি নিয়ে জোরাজুরি শুরু করলে সন্দেহ হয় দীপিকার। সেই সন্দেহ থেকেই শেষ পর্যন্ত ওটিপি দেননি তিনি। ফলে বিপুল অঙ্কের অর্থনৈতিক ক্ষতির মুখ থেকে বেঁচে যান অভিনেত্রীকে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি