এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৩, ১০:১১ পিএম
অভিষেকের আগে আরও একটি বিয়ে করেছিলেন ঐশ্বরিয়া
দেড় দশকের বেশি সময় ধরে এক ছাদের নিচে আছেন বলিউডের তারকা দম্পতি অভিষেক-ঐশ্বরিয়া। এ দম্পতির একমাত্র কন্যসন্তান আরাধ্যও এখন বেশ বড়। এরমধ্যেই গুঞ্জন উঠেছে, অভিষেকের সঙ্গে বিয়ের আগেও বিয়ে করেছিলেন ঐশ্বরিয়া। আর সেই বিয়ে দিয়েছিলেন বচ্চন পরিবারই।
ঐশ্বরিয়ার প্রথম চর্চিত প্রেম ছিল অভিনেতা সালমান খানের সঙ্গে। ১৯৯৯ সালে হাম দিল দে চুকে সনম-এর সেট থেকে তাদের সম্পর্কের শুরু। অভিনেতার প্রতি গালিগালাজ ও মারধরের অভিযোগ এনে ২০০২ সালে ওই সম্পর্ক ভেঙ্গে দেন রাই। এরপর বিবেক ওবেরয়ের সঙ্গেও সম্পর্কে জড়ান তিনি। যা ২০০৫ সালে ভেঙ্গে যায়।
এরপর ধুম টু সিনেমায় অভিনয় করতে গিয়ে অভিষেকের প্রেমে পড়েন ঐশ^রিয়া। সেই প্রেম ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ের মাধ্যমে পূর্ণতা পায়। ওই বছরের জানুয়ারি মাসেই আংটি বদল হয় তাদের। কিন্তু অভিষেককে বিয়ে করার আগেই একটি বিয়ে করতে হয় নায়িকার। তবে কোনো মানুষকে না, গাছকে বিয়ে করেছিলেন তিনি। কারণ, অভিনেত্রীর উপর নাকি মঙ্গলের দশা তথা অভিশাপ ছিল। সেই অভিশাপ কাটাতেই গাছের সঙ্গে বিশ্ব সুন্দরীর বিয়ে দিয়েছিল অভিষেকের পরিবার।
তবে বিভিন্ন সাক্ষাৎকারে এই বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন ঐশ^রিয়া। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘বিষয়টা খুবই শকিং। এই ধরনের প্রশ্ন আমাকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কর্মীরাও করেছেন। তারা আমাকে জিজ্ঞেস করতেন, তুমি কি একটি গাছকে বিয়ে করেছ? তোমার ওপর কি কোনও অভিশাপ ছিল? আমি বুঝতে পারতাম না কোথা থেকে শুরু করব।’
বিষয়টি নিয়ে ঐশ্বরিয়ার মতোই বিরক্ত স্বামী অভিষেক ও শ্বশুর অমিতাভ বচ্চন। অভিষেক এক টুইটে (বর্তমানে এক্স) লিখেছিলেন, ‘আমরা এখনও সেই গাছটিকে খুঁজে চলেছি।’ অমিতাভ বচ্চন ২০০৭ সালে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সেই গাছটা কোথায় আমাকে দেখান তো। যাকে আমার পুত্রবধূ ঐশ্বরিয়া বিয়ে করেছেন, তিনি আমার পুত্র অভিষেক। নিশ্চয়ই আপনারা তাকে ‘গাছ’ ভাবছেন না। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি