এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৩, ০২:১১ পিএম
গাজায ইসরায়েলি হামলায় মর্মাহত হু প্রধান
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেডরোস আধানোম গেব্রেয়িসাস গাজা উপত্যাকায় হাসপতালের সামনে অ্যাম্বুলেন্সে ইসরায়েলি হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
এক্স-এ দেওয়া এক পোস্টে গেব্রেয়িসাস বলেন, এ হামলার খবরে তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন।
রোগী, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য সম্পর্কিত স্থাপনা ও অ্যাম্বুলেন্সকে ‘সব সময়ই অবশ্যই সুরক্ষা দিতে হবে’। তিনি অবিলম্বে যুদ্ধবিরতিরও আহ্বান জানান।
শুক্রবার গাজার আশ-শিফা হাসপাতালের প্রধান গেইটে অ্যাম্বুলেন্সে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ১৫ এবং আহত হয়েছেন আরও ২৬ জন।
৭ অক্টোবর ইসরায়েল ইসরায়েলে আকস্মিক অভিযান চালায়। এরপর সেই দিন থেকেই অবরুদ্ধ গাজা উপত্যাকায় অবিরাম নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত কয়েকদিনে বিমান ও বোমা হামলা জোরদারের পাশাপাশি স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। এতে অন্তত ৯২২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার অর্ধেকই শিশু। এছাড়া আহত হয়েছে ৩০ হাজারেরও বেশি।
এতো বিপুল সংখ্যক ফিলিস্তিনি হতাহত এবং প্রায় ১৫ লাখ বাস্তচ্যুত হয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যাকায় ২৩ লাখ মানুষ বাস করে। সেখানে খাদ্য, পানি, ওষুধ ও জ্বালানির মতো মৌলিক পণ্যের তীব্র অভাব দেখা দিয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি