ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

২০২৫ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৩, ০৩:১১ পিএম

২০২৫ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ

২০২৫ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ  

২০১৭ সালে ঢাকায় প্রথম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিলো বাংলাদেশ। এবার ৮ বছর পর আবারো এশিয়ার বড় এই প্রতিযোগিতা আয়োজনের সুযোগ পেয়েছে বাংলাদেশ। 

আগামী ২০২৫ সালের ২৩-২৯ নভেম্বর ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজনে বাংলাদেশ ১৪-১০ ভোটে হারিয়েছে পাওয়ার হাউস চীনকে। থাইল্যান্ডের ব্যাংককে শুক্রবার (৩ নভেম্বর) বিশ্ব আর্চারির এশিয়া কংগ্রেসে এই ভোট হয়েছে। এশিয়ার মোট ২৪টি দেশ এই ভোটে অংশ নেয়। 

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল ব্যাংকক থেকে ভেন্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আর্চারির প্রধান ভেন্যু টঙ্গীতে হলেও আগের মতো ২০২৫-এর এশিয়ান আর্চারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি