ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

টাইগার-৩ সিনেমায় সালমানের সঙ্গে আছেন শাহরুখ ও হৃতিক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৩, ১১:১১ পিএম

টাইগার-৩ সিনেমায় সালমানের সঙ্গে আছেন শাহরুখ ও হৃতিক

টাইগার-৩ সিনেমায় সালমানের সঙ্গে আছেন শাহরুখ ও হৃতিক

আগামী ১২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন ছবি ‘টাইগার ৩’। এ ছবিতে বরাবরের মতোই টাইগারের ভূমিকায় আছেন বলিউড অভিনেতা সালমান খান। ইতোমধ্যে এ ছবির ট্রেলার ও গান প্রকাশ করা হয়েছে নেট মাধ্যমে। যা সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। 

আগেই শোনা গিয়েছিলো, ‘টাইগার ৩’তে অতিথি চরিত্রে হাজির হবেন শাহরুখ খান। যিনি এর আগে একই ফ্র্যাঞ্চাইজির ‘পাঠান’-এ অভিনয় করে বক্স অফিস মাতিয়েছেন। তবে সর্বশেষ খবর হলো, শুধু শাহরুখ নন, এই ছবিতে সালমানের সঙ্গে দেখা যাবে হৃতিক রোশনকেও!

জানা গেছে, আদিত্য চোপড়া (যশরাজ ফিল্মসের কর্ণধার) তার স্পাই ইউনিভার্সের সুপার স্পাইদের একত্রিত করছেন। কেউ জানে না, কিন্তু পাঠানের সঙ্গে ‘টাইগার ৩’তে কবিরও (হৃতিকের চরিত্রের নাম) হাজির হবে। শুধু মুষ্টিমেয় কয়েকজন জানেন যে, এই ছবিতে কবিরকে কীভাবে উপস্থাপন করা হচ্ছে। বিষয়টি একেবারে পর্দায় চমক হিসেবে উন্মোচিত হবে। 

হৃতিক রোশনও যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সদস্য। এই ফ্র্যাঞ্চাইজির হিট ছবি ‘ওয়ার’এ কবির চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া আগামীতে আসবে ‘ওয়ার ২’। যেখানে হৃতিকের সঙ্গে দেখা যাবে দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর ও বলিউড সেনসেশন কিয়ারা আদভানিকে।

উল্লেখ্য, প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে ‘টাইগার ৩’ নির্মাণ করেছেন মনীশ শর্মা। এতে সালমান খানের সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফ। আর খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি