ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

সত্য এমনিতেই প্রকাশ্যে আসবে: তাপস-বুবলী প্রসঙ্গে অপু


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৩, ১১:১১ পিএম

সত্য এমনিতেই প্রকাশ্যে আসবে: তাপস-বুবলী প্রসঙ্গে অপু

সত্য এমনিতেই প্রকাশ্যে আসবে: তাপস-বুবলী প্রসঙ্গে অপু

শনিবার (৪ নভেম্বর) সকাল থেকেই গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নীর ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাস নিয়ে চলছে তুলকালাম। ওই স্ট্যাটাসে দাবি করা হয়, তার স্বামী সংগীতশিল্পী ও ওই টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন শবনম বুবলী। আরও লেখা হয়, অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছেন বুবলী। এবার এর প্রতিক্রিয়া জানালেন অপু।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে অপু বলেন, ‘যেহেতু আমার নাম উল্লেখ করা হয়েছে তাই বলছি, আমাকে কিছু বলতে হবে না, সব সত্যি এমনিই প্রকাশ্যে আসবে।’

মুন্নীর ফেসবুক থেকে দেওয়া ওই পোস্টে লেখা হয়, ‘তাপস আর বুবলী প্রেমের সম্পর্কে জড়িয়েছে। বুবলী আমার পরিবার ধ্বংস করেছে। ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার টার্গেট তাপস। আমার যদি কিছু হয় তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে!’

অবশ্য পোস্টটি বেশিক্ষণ রাখা হয়নি মুন্নীর ফেসবুকে। একটু পরই তা মুছে দেওয়া হয়। তারপরই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে পড়েছিল উল্লেখ করে মুন্নী তার ফেসবুকে লেখেন, আমি নিশ্চিত গত রাতে আপনাদের অনেকেই আমার প্রোফাইলে একটি বিভ্রান্তিকর পোস্ট দেখেছেন। আমার ফেসবুক হ্যাকারদের কবলে পড়েছিল। নিয়ন্ত্রণে কিছু সময় লেগেছে। এখন সব ঠিক আছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি