এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৩, ১১:১১ পিএম
হিমুর মেসেঞ্জারে যা পেয়েছে র্যাব
শুক্রবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে অভিনেত্রী হুমায়রা হিমুর প্রেমিক গ্রেফতারকৃত উরফি জিয়াকে র্যাব মিডিয়া সেন্টারে হাজির করে এক সংবাদ সম্মেলন করে র্যাব। পুরো ব্রিফিংটি করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সেখানেই তিনি জানান, হিমুর মেসেঞ্জারে সোশ্যাল সেলিব্রেটিদের যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।
খন্দকার আল মঈন বলেন, ‘কিছু ব্যক্তি যারা সোশ্যাল মিডিয়ায় পপুলার; যারা বিভিন্ন সময়ে নিজেদের গুণী ও ভালো মানুষ দাবি করেন; তাদের সঙ্গে যোগাযোগের বিভিন্ন সূত্র আমরা পেয়েছি। যেহেতু এটা আত্মহত্যায় প্ররোচনার মামলা। তাই তাদের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।’
এ সময় উরফির সঙ্গে হিমুর মনমালিন্য প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিযুক্ত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে- বিগো অনলাইন জুয়ায় আসক্ত ছিল অভিনেত্রী হিমু। তার জুয়া খেলার জন্য উরফি জিয়া গত চার মাসে অনেক টাকা দিয়েছে। সেই টাকা ও বিয়ে করা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এছাড়া দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দেওয়ার জন্য এর আগেও বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন এই অভিনেত্রী।’
বৃহস্পতিবার বিকেলে নিজ ফ্ল্যাটে ফ্যানের হ্যাঙ্গারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় হিমুর দেহ। এরপর উত্তরায় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২০০৫ সালে ছোটপর্দায় নাম লেখান হিমু। অল্পদিনেই লাভ করেন জনপ্রিয়তা। তার অভিনীত নাটকগুলোর মধ্যে ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’ উল্লেখযোগ্য। চলচ্চিত্রেও অভিনয় করেছেন হিমু। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমায় অভিনয় করেন তিনি। এ ছবিতে অরু চরিত্রে দেখা যায় তাকে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি