এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৩, ০২:১১ পিএম
উয়েফা ও ফ্রান্স ফুটবল ২০২৪ সাল থেকে যৌথভাবে ব্যালন ডি’অর দিবে
আবারো একীভূত হয়ে ফুটবলের সর্বোচ্চ পুরস্কার ব্যালন ডি’অর দেওয়ার ঘোষণা দিয়েছে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল। এর আগে ফিফার সঙ্গে যৌথভাবে এই পুরস্কার প্রদান করতো ফ্রান্স ফুটবল। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ২০১৬ সাল থেকে এককভাবে এ পুরস্কার প্রদান করে আসছিল তারা।
এবার ফ্রান্স ফুটবলের সঙ্গে জুটি বাঁধার ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা (উয়েফা)। ২০২৪ সাল থেকে একসঙ্গে ব্যালন ডি’অর প্রদান করবে ফ্রান্স ফুটবল ও উয়েফা।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। ফ্রান্স ফুটবল এবং ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপে’র মালিক প্রতিষ্ঠান গ্রুপ আমোরির সঙ্গে ২০২৪ সাল থেকে যৌথভাবে ব্যালন ডি’অর আয়োজন করবে তারা।
আগামী বছর ব্যালন ডি’অরে যুক্ত হবে দুটি নতুন পুরস্কার। সেরা নারী ও পুরুষ কোচ। ব্যালন ডি’অরে যুক্ত হওয়ায় উয়েফা আগামী বছর থেকে আর দিবে না বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। তার পরিবর্তে আগামী বছর উয়েফার প্রতিটি ক্লাব প্রতিযোগিতার জন্য মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করবে।
ফ্রান্স ফুটবল ১৯৫৬ সাল থেকে ব্যালন ডি’অর পুরস্কার প্রচলন করে। প্রথমবার এ পুরস্কার পান ইংলিশ উইঙ্গার স্ট্যানলি ম্যাথিউস। ১৯৯৪ সাল পর্যন্ত পুরস্কারটি শুধু ইউরোপের খেলোয়াড়দেরই দেয়া হতো। এরপর থেকে ইউরোপে খেলা বিশ্বের যে কোনো খেলোয়াড়ের জন্য পুরস্কারটি উন্মুক্ত করে দেয়া হয়। আর ২০০৭ সাল থেকে কেবল ইউরোপের সেরা নয়, পুরস্কারটি দেয়া শুরু হয় বিশ্বের সেরা ফুটবলারকে।
চলতি বছর ব্যালন ডিঅ’র পুরস্কার জিতেছেন যথাক্রমে লিওনেল মেসি ও আইতানো বনমাতি। আর্জেন্টাইন তারকা মেসির এটি রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর, আর স্প্যানিশ মিডফিল্ডার বনমাতির প্রথম।
দেশ হিসেবে সর্বোচ্চ ৮টি ব্যালন ডি’অর আর্জেন্টিনার ঘরে। দ্বিতীয় সর্বোচ্চ ৭টি শিরোপা ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও পর্তুগালের। তৃতীয় সর্বোচ্চ ৫টি শিরোপা ইতালি, ব্রাজিল ও ইংল্যান্ডের। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি