এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৩, ১০:১১ পিএম
ফের ফিলিস্তিনি তরুণী আহেদ তামিমি গ্রেপ্তার
জোরপূর্বক বাড়িতে ঢুকে পড়ায় এক ইসরায়েলি সেনাকে চড় মারায় সারাবিশ্বে আলোচিত সেই ফিলিস্তিনি তরুণী আহেদ তামিমিকে (২২) গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার তারা এ তথ্য নিশ্চিত করেছে।
তামিমিকে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ইন্ধন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এদিন অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে নবী সালিহ শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তামিমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ‘বসতি স্থাপনকারীদের (সেটলার) প্রতি আমাদের বার্তা হলো- আমরা পশ্চিম তীরের হেবরন থেকে জেনিন পর্যন্ত সমস্ত শহরে আপনার জন্য অপেক্ষা করছি। আমরা আপনাদের হত্যা করব, এবং আপনারা বলবেন যে, হিটলার আমাদের সাথে যা করেছে তা একটি কৌতুক ছিল।’
তামিমির এ ধরনের মন্তব্যকে ইসরায়েলি সেনারা সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ইন্ধন হিসেবে দেখছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আরো জিজ্ঞাসাবাদের জন্য আহেদ তামিমিকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে ২০১৭ সালে ১৬ বছর বয়সে একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন আহেদ তামিমি। সে সময় তার ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল। এর জের ধরে শহরে দুই ইসরায়েলি সেনাকে লাথি মারার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি