ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

গাজায় ইসরায়েলি আগ্রাসন রুখতে মোদীকে সর্বাত্মক চেষ্টা করার অনুরোধ ইরান প্রেসিডেন্টের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ নভেম্বর, ২০২৩, ০২:১১ পিএম

গাজায় ইসরায়েলি আগ্রাসন রুখতে মোদীকে সর্বাত্মক চেষ্টা করার অনুরোধ ইরান প্রেসিডেন্টের

 গাজায় ইসরায়েলি আগ্রাসন রুখতে মোদীকে সর্বাত্মক চেষ্টা করার অনুরোধ ইরান প্রেসিডেন্টের

দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রইস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক টেলিফোন আলাপে গাজায় নিরপরাধ নারী-শিশুদের হত্যা, হাসপাতাল, স্কুল, মসজিদ, গির্জা ও আবাসিক এলাকায় ইসরায়েলি হামলার নিন্দা করেন।

রইসের সঙ্গে টেলিফোনে ইসরায়েল-হামাস যুদ্ধের গতিবিধি নিয়ে আলোচনা করেন মোদী। দুই রাষ্ট্রনেতার মধ্যে যুদ্ধ সংক্রান্ত আলাপ আলোচনার সময় ঔপনিবেশিকতার বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গও তুলে আনেন রইস।

ইরানের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে ইরান প্রেসিডেন্ট রইস বলেন, ‘‘ফিলিস্তিনি জনগণকে নির্বিচারে হত্যার ঘটনা বিশ্বের সমস্ত স্বাধীন দেশকে ক্ষুব্ধ করেছে এবং এর প্রভাব অনেক দূর পর্যন্ত পড়বে।’’

জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকার কথাও তিনি মোদীকে স্মরণ করিয়ে দেন বলে বিবৃতিতে লেখা হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি