ঢাকা, মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫ | ৮ মাঘ ১৪৩১
Logo
logo

উত্তর চীনে প্রবল তুষারপাত, মঙ্গোলিয়ায় মৃত ৮


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ নভেম্বর, ২০২৩, ০২:১১ পিএম

উত্তর চীনে প্রবল তুষারপাত, মঙ্গোলিয়ায় মৃত ৮

 উত্তর চীনে প্রবল তুষারপাত, মঙ্গোলিয়ায় মৃত ৮

চীনের হেলিয়ংজিয়াংয়ের রাজধানী শহর হারবিনে প্রাথমিক স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। বহু ট্রেন ও প্লেন বাতিল করা হয়েছে। প্রায় সব প্রধান সড়ক বন্ধ। এই প্রদেশের বিশাল এলাকা বরফের তলায় চলে গেছে।

প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের বলা হয়েছে, তারা যেন জরুরি কারণ ছাড়া বাইরে না আসেন বা অন্য জায়গায় যাওয়ার চেষ্টা না করেন। হারবিনে ৫০ লাখের মতো মানুষ বসবাস করেন। টিভি ফুটেজে দেখা গেছে, সেই শহরে ট্রাক ও গাড়ির বিশাল লাইন রয়েছে।

চায়না ডেইলি-র রিপোর্টে বলা হয়েছে, ২৪ হাজার মানুষ রাস্তা থেকে বরফ পরিষ্কার করার কাজ করছেন। বহু বিমান ও কয়েকশ ট্রেন বাতিল করা হয়েছে। জিয়ামুসি শহরে একটি জিমের একটা অংশ ভেঙে পড়ে। সেখানে তিনজন আটকে পড়েছেন। তবে অতিরিক্ত বরফ পড়ার জন্য নাকি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট হয়নি।

মঙ্গোলিয়াতেও প্রবল বরফ পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে ছয়জন নারী, একজন পুরুষ ও একটি ১২ বছর বয়সি বাচ্চা মারা গেছেন। তারা তাদের পশুর সন্ধানে বাইরে গিয়েছিলেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি