ঢাকা, মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫ | ৮ মাঘ ১৪৩১
Logo
logo

ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষতি সাধনের দাবি হামাসের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ নভেম্বর, ২০২৩, ০৩:১১ পিএম

ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষতি সাধনের দাবি হামাসের

 ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষতি সাধনের দাবি হামাসের

ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াইরত ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আলকুদস আল-কাসাম ব্রিগেডস বলেছে, তারা স্থল যুদ্ধে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষতি করেছে এবং বহু সামরিক যান ধ্বংস করেছে।

তারা জানায়, এক দিনে তারা গাজা সিটির পশ্চিমাঞ্চলের বিচ শরণার্থী শিবিরের কাছে এবং উত্তর-পূর্বাঞ্চলের বেইত হানুনে বহু সামরিক যানকে সম্পূর্ণ বা আংশিক ক্ষতি করেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজা সিটির গভীরে অভিযান চালাচ্ছে। আর দখলদার ইহুদী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছে যে, তাদের বাহিনী হাজার হাজার হামাস যোদ্ধাকে হত্যা করেছে। তবে বিবিসি কোনো পক্ষের দাবিকে নিরপেক্ষ সূত্যের যাচাই করতে পারেনি।

মঙ্গলবার আল-জাজিরার খবরে বলা হয়, ইসরাইল এদিন তাদের ১৫ সৈন্য নিহত হয়েছে বলে স্বীকার করে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি