ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

গাজায় সংঘাত বন্ধে সৌদিতে আরব-ইসলামি দেশগুলোর সম্মেলন শনিবার ও রোববার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ নভেম্বর, ২০২৩, ০৯:১১ পিএম

গাজায় সংঘাত বন্ধে সৌদিতে আরব-ইসলামি দেশগুলোর সম্মেলন শনিবার ও রোববার

 গাজায় সংঘাত বন্ধে সৌদিতে আরব-ইসলামি দেশগুলোর সম্মেলন শনিবার ও রোববার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অবিরাম নৃশংস হামলা বন্ধের থামানোর আহ্বান জানাতে দুইটি আরব-ইসলামিক সম্মেলন আয়োজন করার কথা ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম আঞ্চলিক শক্তি সৌদি আরব।

সৌদি পররাষ্ট্রমন্ত্রণালয় মঙ্গলবার জানায় যে, সৌদি আরব রিয়াদে গাজার সংঘাত ও সেখানকার মানবিক বির্যয়কর পরিস্থিতি নিয়ে দুইটি সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার রিয়াদে অনুষ্ঠিত হবে আরব দেশগুলোর সম্মেলন এবং পরের দিন রোববার হবে ইসলামিক সহযোগিত সংস্থা(ওআইসি) দেশগুলোর সম্মেলন।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী আরব-আফ্রিকান শীর্ষ সম্মেলন স্থগিত করার কথাও ঘোষণা করা হয়েছে। ১২ নভেম্বর এ সম্মেলন হওয়ার কথা ছিল।

সিঙ্গাপুরে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামের সম্মেলনে সৌদি আরবের প্রতিনিধি এরআগে সোমবার সৌদির বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ এ সম্মেলন অনুষ্ঠানের কথা জানান। সেই সম্মেলনের অবসরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে খালিদ আল ফালিহ বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে আমরা জরুরিভিত্তিতে আরব-ইসলামিক সম্মেলন আয়োজন করবো। আরব জাহান ও ইসলামি বিশ্বের সব দেশকে সেই সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে।’

সৌদি মন্ত্রী বলেন, ‘সৌদি আরব ও ইসলামি বিশ্বের অন্তর্ভুক্ত সব দেশ গাজা উপত্যকায় চলমান সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধান চায়। কীভাবে সেই সমাধান আসতে পারে সে সংক্রান্ত আলোচনাই হবে সম্মেলনের মূল এজেন্ডা। আমরা আশা করছি, যে উদ্দেশে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে তা সফল হবে।’

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চলানোর পর সেদিন থেকেই গাজায় ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই হামলাএখনও চলছে। এতে ১০৩২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের প্রায় অর্ধেকই শিশু।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি