ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

প্রচারের অভাবে পশ্চিমবঙ্গে ব্যবসায়িকভাবে ব্যর্থ শাকিবের ‘প্রিয়তমা’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ নভেম্বর, ২০২৩, ১০:১১ পিএম

প্রচারের অভাবে পশ্চিমবঙ্গে ব্যবসায়িকভাবে ব্যর্থ শাকিবের ‘প্রিয়তমা’

 প্রচারের অভাবে পশ্চিমবঙ্গে ব্যবসায়িকভাবে ব্যর্থ শাকিবের ‘প্রিয়তমা’

কলকাতায় মুখ থুবড়ে পড়েছে শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’। জাহিদ হাসান অভির হাত ধরে সিনেমাটি ভারতে মুক্তি পেলেও সুবিধা করতে পারছে না প্রচারের অভাবে। ৩ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় মুক্তি পায় ছবিটি। পশ্চিমবঙ্গের ৪০ হলে মুক্তি পেলেও এখন চলছে মাত্র পাঁচটি হলে। তার মানে ৩ দিনের ব্যবধানে ৩৫টি হলে আর শো চলছে না।

উত্তর ২৪ পরগনার বারাসাতের হেলাবটতলা এলাকায় লালি সিনেমা হলে চলেছে একটি শো। এ হলের ম্যানেজার গৌতম দে গণমাধ্যমে বলেছেন, ‘প্রচারণা না থাকায় সিনেমাটি দর্শক টানছে না। দুর্গাপূজা গেছে, সামনেই কালীপূজা। মানুষ ঘোরাফেরায় ব্যস্ত। যারা হলে আসছেন খোঁজ নিচ্ছেন কবে আসবে সালমান খানের ‘টাইগার থ্রি’। প্রিয়তমার কিছুই নেই। এখন পাবলিসিটির যুগ। যারাই ছবিটা ভারতে আনুক, তাদের চিন্তায় আনতে হবে প্রচারের বিষয়টা। না হলে আগামী দিনে শো পাওয়া মুশকিল হবে।’
তিনি আরও বলেন, ‘লক্ষ্য রাখতে হবে বড় সিনেমার সঙ্গে যেন ক্ল্যাশ না করে। সামনে টাইগার থ্রি, এরপর শাহরুখ খানের ডাঙ্কি, তারপর দেবের প্রধান। এ সময় বাংলাদেশের সিনেমা ভালো ব্যবসা করবে না। ব্যাপক প্রচার হলে দর্শক সিনেমা দেখতে আসবে।’

দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর এলাকার মহামায়া সিনেমা হলে প্রিয়তমার মাত্র তিনটি শো চলেছে। সেগুলোতেও তেমন দর্শক ছিলো না বলে জানা গেছে।

হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’য় শাকিব খানের নায়িকা কলকাতার ইধিকা পাল। গত ঈদে মুক্তি পেয়ে সিনেমাটি বাংলাদেশে ভালো ব্যবসা করেছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ায়ও সাফল্য পেয়েছে। ওটিটিতেও মানুষ দেখেছে। কিন্তু পশ্চিমবঙ্গে প্রিয়তমা প্রিয় হতে পারলো না।

আগামী ১১ নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের হলে চলবে ছবিটি। ১০ নভেম্বর প্রিয়তমা মুক্তি পেতে পারে কলকাতার কিছু মাল্টিপ্লেক্সে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি