ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

মার্কিন সামরিক ড্রোন গুলি করে ভূপাতিত করল হুথিরা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ নভেম্বর, ২০২৩, ০১:১১ পিএম

মার্কিন সামরিক ড্রোন গুলি করে ভূপাতিত করল হুথিরা

 মার্কিন সামরিক ড্রোন গুলি করে ভূপাতিত করল হুথিরা

য়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে, তারা একটি মার্কিন সামরিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ইরান সমর্থিত ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী বেশ শক্তিশালী।  তারা দেশটির উপকূল এলাকায় ড্রোনটিকে ভূপাতিত করে।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে টানা এক মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসন চলছে এবং এর মধ্যেই ইয়েমেনে মার্কিন ড্রান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটল।

একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, হুথি বাহিনী ইয়েমেনের উপকূলে মার্কিন সামরিক বাহিনীর একটি এমকিউ৯ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। হুথি সামরিক বাহিনীর একজন মুখপাত্রও এই বিষয়টি নিশ্চিত করেছেন।

রোন ভূপাতিত করার এই ঘটনা এমন সময় ঘটল যখন গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধের নামে নির্বিচার আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্রের তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। ইসরায়েলকে এ আগ্রাসন চালাতে সব ধরণের মদদ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার। মূলত আর এই কারণে মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যকলাপের বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে ওয়াশিংটন।

এর আগে গত মাসে, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে হুথিদের নিক্ষেপ করা কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করে দেয় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ।

হামাসের অভিযানের পর ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এ নৃশংস টানা হামলা ঘিরে আঞ্চলিক উত্তেজনা দেখা দিয়েছে। পরিপ্রেক্ষিতে ইসরায়েলের সমর্থনে এবং তার বিরোধীদের হুমকি দিতে ভূমধ্য সাগরে দুইটি বিমানবাহী যুদ্ধজাহাজ, পারমানবিক সাবমেরিনসহ সহায়ক বহু যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে জড়ো করেছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরেও তাদের সামরিক উপস্থিতিও বাড়িয়েছে ওয়াশিংটন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি