ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
Logo
logo

সাত গোলের ম্যাচে ইউনাইটেডকে হারালো কোপেনহেগেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ নভেম্বর, ২০২৩, ০২:১১ পিএম

সাত গোলের ম্যাচে ইউনাইটেডকে হারালো কোপেনহেগেন

 সাত গোলের ম্যাচে ইউনাইটেডকে হারালো কোপেনহেগেন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ পর্যন্ত জয় পেলো কোপেনহেগেন। বিজয়ী দলের দুঃস্বপ্নের শুরু হলো মার্কাস র্যাশফোর্ডের লাল কার্ডের পর থেকে। দুই গোল শোধ করে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বিরতিতে গেল এফসি কোপেনহেগেন। দ্বিতীয়ার্ধেও গোল হলো মুড়িমুড়কির মতো। আরও একবার এগিয়ে গেল ইউনাইটেড, কিন্তু ধরে রাখতে পারল না ব্যবধান। স্মরণীয় জয়ের আনন্দে ভাসল কোপেনহেগেন।

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে বুধবার এ’ গ্রুপে সাত গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি ৪-৩ ব্যবধানে জিতেছে কোপেনহেগেন। প্রথম লেগে ইউনাইটেডের মাঠে হেরেছিল তারা।

এই জয়ে চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো কোপেনহেগেন, ভালোভাবে বাঁচিয়ে রাখল নকআউট পর্বের আশা। তাদের সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গালাতাসারাই। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে ইউনাইটেড।

এই গ্রুপ থেকে সবার আগে নকআউট পর্বে উঠেছে বায়ার্ন। গালাতাসারাইকে ২-১ ব্যবধানে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হওয়াও নিশ্চিত করেছে বুন্ডেসলিগার দলটি।

বায়ার্ন ও গালাতাসারাইয়ের বিপক্ষে টানা দুই হারের পর কোপেনহোগেনের বিপক্ষে প্রথম দেখায় গ্রুপ পর্বে জয় পেয়েছিল ইউনাইটেড।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি