এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৩, ০৮:১১ পিএম
বিপ্লবী লীলাবতী নাগকে নিয়ে তথ্যচিত্র
বিপ্লবী লীলাবতী নাগের জীবন ও কর্ম ঘিরে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘লীলাবতী নাগ: দ্য রেবেল’। বুধবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় ঢাকার আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটরিয়ামে তথ্যচিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকোত্তর ডিগ্রিধারী নারী শিক্ষার্থী ছিলের লীলাবতী নাগ। এ বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা প্রচলনের সূচনাকারীও ছিলেন তিনি। এছাড়া লীলাবতী ছিলেন একজন সমাজ সংস্কারক, নারী শিক্ষার প্রচলনকারী, নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার সুদক্ষ কারিগর ও ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা নারী নেত্রী।
১৯২৩ সালে এ উপমহাদেশের প্রথম নারী সংগঠন ‘দিপালী সংঘ’ প্রতিষ্ঠার পাশাপাশি ১৯৩১ সালে প্রকাশ করেন দিপালী সংঘের মুখপত্র ‘জয়শ্রী’। ঢাকা, মৌলভীবাজার ওমানিকগঞ্জে লীলা নাগ প্রতিষ্ঠা করেন প্রায় ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে এখন টিকে আছে মাত্র চারটি।
লীলাবতী নাগের জীবন নিয়েই নির্মিত হয়েছে তথ্যচিত্রটি। এটি প্রযোজনার পাশাপাশি গবেষণার কাজ করেছেন এলিজা বিনতে এলাহী। ‘লীলাবতী নাগ: দ্য রেবেল’ নামের এ তথ্যচিত্রটি পরিচালনা করেছেন এআরএম নাসির।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি