ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
Logo
logo

১৭ বছরের জোরেল হাতোর ডাচ জাতীয় দলে অভিষেক হচ্ছে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ নভেম্বর, ২০২৩, ০২:১১ পিএম

১৭ বছরের জোরেল হাতোর ডাচ জাতীয় দলে অভিষেক হচ্ছে

 ১৭ বছরের জোরেল হাতোর ডাচ জাতীয় দলে অভিষেক হচ্ছে  

চলতি মাসে আয়ারল্যান্ড ও জিব্রাল্টারের বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচের জন্য নেদারল্যান্ডস দলে ডাক পেলেন জোরেল হাতো। মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের অপেক্ষায় তরুণ এই ডিফেন্ডার।

আসছে দুটি ম্যাচের জন্য শুক্রবার ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ রোনাল্ড কুমান। আয়াক্সের সিনিয়র দলে গত এপ্রিলে অভিষেক হয় নেদারল্যান্ডসের অনূর্ধ্ব-২১ দলের হয়ে চারটি ম্যাচ খেলা হাতোর। এবার খুলে গেল জাতীয় দলের দরজাও।

মূলত চোটের কারণে মাটাইস ডি লিখট ও মিকি ফন দে ফেন ছিটকে যাওয়ায় সুযোগ মিলেছে হাতোর। দলে ফিরেছেন গোলরক্ষক জাস্টিন বেইলো ও ফরোয়ার্ড কোডি হাকপো। তবে চোট থেকে সেরে না ওঠায় দলের বাইরে আছেন ডিফেন্ডার ফ্রেংকি ডি ইয়ং ও অভিজ্ঞ ফরোয়ার্ড মেমফিস ডিপাই।

আগামী ১৭ নভেম্বর আয়ারল্যান্ডকে হারাতে পারলে বাছাইয়ে গ্রুপ ‘বি’ থেকে ইউরো ২০২৪-এ খেলা নিশ্চিত হয়ে যাবে নেদারল্যান্ডসের। জিব্রাল্টারের বিপক্ষে বাছাইয়ে তাদের শেষ ম্যাচটি হবে আগামী ২১ নভেম্বর। এই গ্রুপ থেকে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ফ্রান্স। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে ডাচরা। ১২ পয়েন্ট গ্রিসেরও, তবে তারা একটি ম্যাচ বেশি খেলেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি