ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

গাজায় ভয়াবহ ঝুঁকিতে গর্ভবতী নারী ও নবজাতকরা: জাতিসংঘ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৩, ০৪:১১ পিএম

গাজায় ভয়াবহ ঝুঁকিতে গর্ভবতী নারী ও নবজাতকরা: জাতিসংঘ

 গাজায় ভয়াবহ ঝুঁকিতে গর্ভবতী নারী ও নবজাতকরা: জাতিসংঘ

টানা ইসরায়েলি হামলার শিকার অবরুদ্ধ গাজা উপত্যাকায় খাদ্য, পানি, ওষুধ, প্রসূতি চিকিৎসা ও জ্বালানির ঘাটতির কারণে  হাজার হাজার গর্ভবতী নারী ও নবজাতকের স্বাস্থ্যের এ আসন্ন বিপদ সম্পর্কে রোববার সতর্ক করেছে জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয়। সংস্থাটি  জানিয়েছে, ইসরায়েলি অবরোধে কারণে খাবার, পানি, ওষুধ, জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে অঞ্চলটিতে। অথচ এসবের ওপরই তাদের স্বাস্থ্যের বিষয়টি নির্ভর করছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। টানা প্রায় দেড় মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১১ হাজার ১০০ বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই সাড়ে ৭ হাজার।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের অফিস (ওসিএইচএ) বলেছে, ‘গাজায় যুদ্ধ চলছে এবং এর মধ্যেই সেখানে প্রায় ৫০ হাজার নারী গর্ভবতী অবস্থায় রয়েছেন। প্রতিদিন ১৮০ জনেরও বেশি নারী সন্তান প্রসব করছেন এবং আগামী সপ্তাহগুলোতে আরও হাজার হাজারের নারী সন্তানের জন্ম দেবেন।’

পরিস্থিতি এতোটাই খারাপ যে, গাজার দুটি বৃহত্তম হাসপাতাল- আল-শিফা এবং আল-কুদস হাসপাতাল উভয়ই বন্ধ হয়ে গেছে। ইসরায়েলি স্নাইপাররা আল-শিফা হাসপাতালের কাছে কাউকে দেখতে পেলেই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে যাচ্ছে। হাসপাতালটির ভেতরে হাজার হাজার মানুষকে আটকে রেখেছে ইসরায়েল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি