ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

ফিলিস্তিনকে সমর্থন করে ব্রিটেনের ভিসা বাতিল মিসরীয় উপস্থাপকের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৩, ০৪:১১ পিএম

ফিলিস্তিনকে সমর্থন করে ব্রিটেনের ভিসা বাতিল মিসরীয় উপস্থাপকের

 ফিলিস্তিনকে সমর্থন করে ব্রিটেনের ভিসা বাতিল মিসরীয় উপস্থাপকের

লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নিয়েছিলেন মিশরীয় এই উপস্থাপক। তার নাম মোয়াতাজ মাতার।

প্রতিবেদনে বলা হয়, তার গতিবিধি ব্রিটেনের পর্যবেক্ষণে রাখা হয়েছে, তিনি আর যুক্তরাজ্যে ফিরতে পারবেন না। ইসরায়েলে হামাসের হামলার প্রেক্ষিতে ইহুদি-বিরোধী আচরণ বা মন্তব্যের জন্য অভিযুক্ত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা ঘোষণার পর, এটিই প্রথম ভিসা বাতিলের ঘটনা।

গণমাধ্যমের প্রতিবেদনের দাবি, ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রণালয় ইহুদি-বিরোধী আচরণের বিষয়ে সতর্ক করার পর থেকে সামনে অন্তত আরো অর্ধ ডজন বিদেশি নাগরিকের ভিসা প্রত্যাহার করা হতে পারে।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী রবার্ট জেনরিক বলেন, ‘যুক্তরাজ্যের ভিসা সুবিধা নিয়ে, সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন সহ্য করা হবে না।’ তিনি আরো বলেন, ‘আগামী দিনগুলোতে ভিসা প্রত্যাহারের পাশাপাশি মামলাও করা হতে পারে।’

মাতার একজন  সাবেক মিসরীয় টিভি উপস্থাপক। তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় ৪৩ লাখ। এ বছর অক্টোবরে মাতার হামাসের কাসেম ব্রিগেডের সহ-প্রতিষ্ঠাতা আবদেল হাকিম হানিনির সঙ্গে একটি লাইভ সাক্ষাৎকার পরিচালনা করেছিলেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি