ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

‘কারার ঐ লৌহকপাট’ রিমেক নিয়ে মুখ খুললেন গায়ক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৩, ০৫:১১ পিএম

‘কারার ঐ লৌহকপাট’ রিমেক নিয়ে মুখ খুললেন গায়ক

 ‘কারার ঐ লৌহকপাট’ রিমেক নিয়ে মুখ খুললেন গায়ক

 বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহকপাট’ গান রিমেক করা নিয়ে বাংলা সংগীত প্রেমীদের মধ্যে শুরু হয়েছে বিতর্ক। অস্কারজয়ী সুরকার এ আর রহমানের বিরুদ্ধে এ গানের সুর বিকৃত করার অভিযোগ উঠেছে। ‘পিপ্পা’ সিনেমার এই গানটিতে কন্ঠ দিয়েছেন একাধিক বাঙালি শিল্পী। তাদের মধ্যে রয়েছেন রাহুল দত্ত, তীর্থ ভট্টাচার্য, পীযূষ দাশ, শালিনী মুখোপাধ্যায়, দিলাশা চৌধুরী, শ্রয়ী পাল প্রমুখ। এবার বিতর্ক নিয়ে মুখ খুলেছেন এর গায়ক রাহুল দত্ত।

রাহুল বললেন, ‘২০২১ সালে হঠাৎ এক রাতে আমার কাছে এ আর রহমানের টিমের পক্ষ থেকে ফোন আসে। এটা তার সঙ্গে আমার তৃতীয় কাজ। বলা হয় সেই রাতেই গানটা রেকর্ড করতে হবে। সে অনুযায়ী আমি বাকিদের উপস্থিত করি। তখনো জানতাম না গানটা কীভাবে কোথায় ব্যবহার করা হবে। আমাদের কাছে আগে সুর করে পাঠানো হয়েছিল। আমরা কিছুই জানতাম না। গভীর রাতে শুরু হয় রেকর্ডিং। রেকর্ডিংয়ের সময় এ আর রহমানের টিম ভিডিও কলে ছিল।’

এই সুর জানার পর প্রতিবাদ করলেন না কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তখন এতো কিছু ভাবিনি। গায়কের কাজ গান গাওয়া। আমরা সেটাই করেছি। গান নিয়ে পরীক্ষা-নিরীক্ষা তো হতেই পারে। সত্যিই বলছি অত কিছু ভাবিনি। বাঙালি ছেলেমেয়েদের রহমানের মতো শিল্পী কোরাসে ব্যবহার করতে চেয়েছেন এটাই আমাদের কাছে মুখ্য বিষয় মনে হয়েছিল।’

এ আর রহমান প্রসঙ্গে রাহুল বলেন, ‘যে কোনো কাজেরই ভালো-খারাপ দুই দিকই থাকে। কিন্তু রহমানের সংগীতের জ্ঞান নিয়ে যদি এখন প্রশ্ন ওঠে, তা হলে সেটা দুঃখজনক। আমি একজন শিল্পী। রহমান আমার গুরু। তার সঙ্গে কাজের সুযোগ আমার কাছে স্বপ্নপূরণ। আর কিছু ভাবতে চাই না।’

এই গায়ক আরো বলেন, ‘শুরুতে আমাকে বহু শিল্পী মেসেজ করে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছিলেন। এখন এরকমও অনেকে লিখছেন, আমরা নাকি এই কাজটা করে মেরুদণ্ডহীনতার পরিচয় দিয়েছি! তারা অবশ্য আমাদের কোনো শুভেচ্ছাবার্তা দেননি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি