ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

এ আর রহমানের ‘জয় হো’ গাইলেন হিরো আলম


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৩, ০৬:১১ পিএম

এ আর রহমানের ‘জয় হো’ গাইলেন হিরো আলম

 এ আর রহমানের ‘জয় হো’ গাইলেন হিরো আলম

কালজয়ী সঙ্গীত ‘কারার ওই লৌহ কপাট’র রিমেক করে বিতর্কের মুখে পড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। তার বিরুদ্ধে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা সঙ্গীতটির সুর বিকৃত করার অভিযোগ। যা নিয়ে নানা রকম মন্তব্যের ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এবার এ আর রহমানের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ নিজের গলায় ‘জয় হো’ গান গাইলেন হিরো আলম। সোমবার (১৩ নভেম্বর) গানটির স্টুডিও ভার্সনের কিছু অংশের ভিডিও তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন। সেখানে হিরো আলম বলেন, ‘এ আর রহমানের একটি গান গাওয়ার চেষ্টা করলাম। কেমন হবে জানি না। চেষ্টা করব ভালো কিছু গাওয়ার। আপনারা গানটি দেখার অপেক্ষায় থাকুন। আগামীকাল গানটি রিলিজ পাবে।’

এ প্রসঙ্গে ফোনকলে হিরো আলম বলেন, ‘কারার ওই লৌহ কপাট’ গানটির সুর বিকৃত করার প্রতিবাদে আমি এ আর রহমানের ‘জয় হো’ গেয়েছি।’

আপনি কি ‘জয় হো’ বিকৃত সুরে গেয়ে প্রতিবাদ করছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না আমি গানটি সঠিক সুরেই গাওয়ার চেষ্টা করেছি। আমিতো সুর দিয়ে গাইতে পারিনা কিন্তু তার মতো সুর দিয়ে গাইতে পারা শিল্পী এমনভাবে বিকৃত করার সাহস পেল কিভাবে? এজন্যই প্রতিবাদ স্বরুপ আমি তার গানটি গেয়েছি।’

উল্লেখ্য, ‘জয় হো’ গানটি ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘স্লামডম মিলিয়নার’ চলচ্চিত্রের গান। এই গানটি কম্পোজিশনের জন্য অস্কার পেয়েছিলেন ভারতীয় সঙ্গীত পরিচালক এ আর রহমান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি