এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৩, ১২:১১ পিএম
অভিনেত্রী নাবিলার বাগদান রহস্য!
ছোটপর্দার অভিনেত্রী নাবিলা ইসলাম সপ্তাহখানেক আগে আঙুলে আংটি পরা একটি ছবি পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যম ফেসবুকে। ওই ছবি প্রকাশ করার পর পরই ভক্ত-শুভাকাঙ্খীদের শুভেচ্ছার বন্যায় ভাসছিলেন তিনি। সবাই ধরেই নিয়েছিলেন সত্যি সত্যি বাগদান সারলেন অভিনেত্রী।
কারণ, আঙুলে আংটি পরানো হাতের ছবি পোস্ট করে নাবিলা ক্যাপশনে লিখেছিলেন, ‘অবশেষে আনুষ্ঠানিকভাবে এটি পেলাম’। এছাড়া আংটি ও বাগদান প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে তার কথা বলা পারিবারিকভাবে নিষেধ আছে। উত্তর জানতে হলে আরও একদিন অপেক্ষা করতে হবে! সেসময় থেকেই তার এই বাগদান রহস্য নিয়ে আলোচনা শুরু হয়। তখন তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
অবশেষে জানা গেল নাবিলার বাগদান রহস্য। সত্যি সত্যি বাগদান হয়নি অভিনেত্রীর। এটি ছিলো তার অভিনীত নতুন ধারাবাহিক ‘গার্লস স্কোয়াড’ সিজন ৩ এর প্রচারণার অংশ! এ প্রসঙ্গে ফেসবুক লাইভে এসে তিনি জানান, নতুন সিজনে সিরিয়ালটির গল্পের বড় অংশ তার বিয়েকে কেন্দ্র করে। আর তাই দর্শকদের আকৃষ্ট করতেই এমনটি করেছিলেন এ অভিনেত্রী।
বাগদান রহস্য উন্মোচন করে নাবিলা বলেন, ‘প্রথম সিজনে মারজুক ভাইয়ের সঙ্গে আমার প্রেম দেখানো হয়েছিল। নতুন এই সিজনে তার এবং আমার বিয়ের বিষয় উঠে আসবে। গল্পটা যেহেতু এটাই, তাই বাগদানের আংটি হিসেবে পোস্ট করেছিলাম। ওটা ছিল শ্রেফ দর্শকদের আকর্ষণ বাড়ানো জন্যই। প্রথম সিজনে দর্শকদের কাছ থেকে অনেক বেশি সাড়া পেয়েছিলাম। আশা করছি, নতুন সিজনটিও জমে যাবে।’
এই ধারাবাহিকের নির্মাতা মাইদুল রাকিব বলেন, ‘ঢাকা, কক্সবাজার থেকে দেশের বাইরে যেখানে গিয়েছি সেখানে দর্শক ‘গালর্স স্কোয়াড’র কথা বলেছে। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক যেমন ছেলে দর্শকদের মধ্যে নতুন আমেজ তৈরি করেছিল, ‘গালর্স স্কোয়াড’ তেমন মেয়েদের মধ্যে আমেজ তৈরি করেছে। হোটেল রিলাক্স এর আগে পর্যন্ত বঙ্গ অ্যাপের সর্বোচ্চ হিট কনটেন্ট ছিল এটি। তাছাড়া এতে যারা আগে কাস্টিং তারা প্রত্যেকেই নিজেদের চরিত্রের নামে পরিচিতি পেয়েছে।
এতে নাবিলা ছাড়াও অভিনয় করছেন রুকাইয়া জাহান চমক, সেমন্তী সৌমি, সামিরা খান মাহি, জেরিন, স্বর্ণলতা, অমি, ইমন, মারজুক রাসেল, চাষী আলম, আনন্দ খাদেল, মেহেদী হাসান হৃদয় প্রমুখ।