ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল তৃণমূলের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ জুন, ২০২২, ০২:০৬ পিএম

ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল তৃণমূলের

ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল তৃণমূলের

ভারতের পশ্চিমবঙ্গে একশো দিনের প্রকল্পের কাজের টাকা দেওয়ার দাবিতে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে রাজ্যে ক্ষমতাসীন তৃনমূল কংগ্রেস।

গতকাল (রোববার) ও আজ (সোমবার) দু’দিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা পোড়ানোর মাধ্যেমে কর্মসূচি পালন করা হয়।

সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সমাবেশে বক্তব্য রাখার সময়ে কেন্দ্রীয় সরকারকা টার্গেট করে বলেছিলেন, ‘হয় গরীব মানুষদের ১০০ দিনের কাজের টাকা দাও, নইলে বিজেপি  সরকার বিদায় নাও। তোমাদের ভারতবর্ষে থাকার দরকার নেই।’  মমতা ওইদিন উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে  ১০০ দিনের কাজের টাকা না দিলে ৫ জুন/৬জুন রাজ্যের ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছিলেন।    

আজ তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি, সাবেক বিধায়ক ও পৌরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বনগাঁ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এ সময়ে মিছিলে শামিল হওয়া তৃণমূল সমর্থকরা ‘আর নেই দরকার, বিজেপি সরকার’, ‘এই বিজেপি আর না-আর না’ ইত্যাদি স্লোগান দেন।

সাবেক বিধায়ক গোপাল শেঠ আজ বলেন, ‘কেন্দ্রীয় সরকার ডিজেলের দাম বৃদ্ধি করেছে, পেট্রোলের দাম বৃদ্ধি করেছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি করেছে এই সরকার। ব্যাংকের টাকা লুঠ করে নিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে।’


তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, দিদি তুমি দিল্লির দিকে এগিয়ে চলো, ভারতবর্ষকে রক্ষা করো, বাংলাকে রক্ষা করো। আমরা তোমার জন্য রক্ত দিতে প্রস্তুত আছি। আমরা আজকে শ্রমজীবি মানুষদের নিয়ে সেই লক্ষ্যে এগিয়ে চলেছি। শ্রমজীবি মানুষের অধিকার কেড়ে নেওয়া যাবে না, দ্রব্যমূল্য বৃদ্ধি করা যাবে না, গ্যাসের দাম বৃদ্ধি করা যাবে না। দেশের টাকা বাইরে পাঠানো যাবে না। সীমান্তে যে সন্ত্রাস চলছে ও পাচার চলছে তাদের মূল আসামীদের গ্রেফতার করতে হবে।’    আজ বিক্ষোভকারীরা বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার গলায় ঝুলিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভে শামিল হন।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে