ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

চেতনানাশক খাইয়ে এমপিকে ধর্ষণের চেষ্টা, ফরাসি সিনেটর আটক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৩, ১০:১১ পিএম

চেতনানাশক খাইয়ে এমপিকে ধর্ষণের চেষ্টা, ফরাসি সিনেটর আটক

 চেতনানাশক খাইয়ে এমপিকে ধর্ষণের চেষ্টা, ফরাসি সিনেটর আটক

ফ্রান্সের নিম্নকক্ষের নারী পার্লামেন্ট সদস্য স্যান্ডরিন জোসোকে ধর্ষণের চেষ্টায় স্থানীয় পুলিশ সিনেটর জোয়েল গুরিয়োকে গ্রেপ্তার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র শুক্রবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছে, জোয়েলকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার।

প্রসিকিউটরদের মতে, ৬৬ বছর বয়সী গুরিয়ো ‘একজন ব্যক্তিকে তাদের অজান্তে এমন একটি পদার্থ প্রদান করা, যা তাদের বিচার বা আত্মনিয়ন্ত্রণ হ্রাস করতে পারে, যা ধর্ষণ বা যৌন নিপীড়নের জন্য ব্যবহার হয়’ - এমন সন্দেহে আটক করা হয়েছে।

আটকের পর জিজ্ঞাসাবাদসহ তার বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবরটি জানিয়েছে। মঙ্গলবার রাতে সিনেটরের বাড়িতে পানীয় খাওয়ার পর অসুস্থ বোধ করেন পার্লামেন্ট সদস্য স্যান্ডরিন জোসো।  

প্রসিকিউটররা জানিয়েছেন, দুজনের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক ছিল না। মেডিকেল টেস্টে নারীর দেহে বিশেষ দ্রব্যের উপস্থিতি পাওয়া গেছে। পরে সিনেটরের বাড়িতে অভিযান চালিয়ে দ্রব্যটির সন্ধান পাওয়া যায়। এই ইস্যুতে সিনেটরের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি